নিজস্ব প্রতিবেদকঃ ৮ রানের মধ্যে টপ অর্ডারের তিন গুরুত্বপূর্ণ ব্যাটার শুভমান গিল, লোকেশ রাহুল ও বিরাট কোহলিকে ফিরিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় বাংলাদেশ। তবে উইকেটে এসে ভীতি ছড়াচ্ছিলেন ঋষভ পন্ত। উইকেটে এসে আক্রমণাত্বক ব্যাটিং করছিলেন। মধ্যাহ্ন বিরতির আগে ভারতকে নিয়ে গিয়েছিলেন ভালো অবস্থানে।
সেখান থেকে ফেরার পরও আক্রমণাত্বক ব্যাটিংয়ের চেষ্টা করে যাচ্ছিলেন পন্ত। অবশেষে সেই ব্যাটারকে ফেরে ব্রেক থ্রু এনে দিলেন মেহেদী হাসান মিরাজ। চট্টগ্রামে সিরিজের প্রথম টেস্টে ম্যাচের নিয়ন্ত্রণ ফের এনে দেন বাংলাদেশের হাতে। ৩২তম ওভারের চতুর্থ বলে বোল্ড আউট হন পন্ত। ৪৫ বলে ৬ বাউন্ডারি ও ২ ছক্কায় খেলে যান ৪৬ রানের ইনিংস।
আর এই ইনিংসে দুটি নতুন মাইলফলক স্পর্শ করেছেন পন্ত। আন্তর্জাতিক ক্রিকেটে ৪ হাজার রান করার কীর্তি গড়েছেন পন্ত। এই বাঁহাতি ব্যাটারে এই ম্যাচে মাঠার নামার আগে সব মিলিয়ে ৩৯৭৫ রান করেছিলেন আন্তর্জাতিক ক্রিকেটে। যার ফলে মাঠে নেমে ২৫ রান করার সাথে সাথেই নতুন ৪ হাজার রান স্পর্শ করে ফেলেন তিনি। বর্তমানে আন্তর্জাতিক ক্রিকেটে তার রান সংখ্যা ৪০২১। এই রান করতে পন্তকে খেলতে হয়েছে ১২৮ ম্যাচ ও ১৩৬ ইনিংস।
আরও একটি মাইলফলক স্পর্শ করেছেন পন্ত। টেস্ট ক্রিকেটে ৫০টি ছক্কা হাঁকানোর মাইলফলক স্পর্শ করেছেন ২৫ বছর বয়সী এই ক্রিকেটার। এর আগে পন্তের নামের পাশে ছিল ৪৮টি টেস্ট ছক্কা। আর এই ম্যাচে প্রথম ইনিংসে ব্যাট করে দুই ছক্কা হাঁকিয়ে ৫০ ছক্কার মাইলফলকে নাম লেখান এই ব্যাটার।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/সা