স্পোর্টস ডেস্কঃ চট্টগ্রাম চ্যালেঞ্জার্স আগামী বাংলাদেশ প্রিমিয়ার লিগকে (বিপিএল) সামনে রেখে শুভাগত হোম, জিয়া উর রহমান ও নিহাদুজ্জামানকে রিটেইন করেছে। যদিও দলটি এখনও আইকন ক্রিকেটারের নাম ঘোষণা করেনি। আজ সামাজিক যোগাযোগ মাধ্যমে রিটেইন করা ক্রিকেটারদের তালিকা প্রকাশ করেছে ফ্র্যাঞ্চাইজিটি।
২০২৪ বিপিএল জাতীয় নির্বাচনের পরপরই মাঠে গড়াবে বলে বিসিবি পক্ষ থেকে জানানো হয়েছে। আগামী ১০ জানুয়ারিতে আগামী বিপিএল শুরু করতে চায় বিসিবি, তবে তা নির্ভর করছে জাতীয় নির্বাচনের তারিখের ওপর। ২০২৪ সালের বিপিএল শুরুর সম্ভাব্য একটি সময় আগেই ঠিক করে রেখেছে বিসিবি। তবে আগের সেই সিদ্ধান্ত অনুযায়ী নয়, বোর্ডকে এখন পরিকল্পনা সাজাতে হচ্ছে জাতীয় নির্বাচনের তারিখ ভাবনায় রেখে।
এদিকে গত মৌসুমে চট্টগ্রামেকে নেতৃত্ব দিয়েছিলেন শুভাগত হোম। ১৪৫ স্ট্রাইক রেট নিয়ে ১৭০ রান করেছিলেন। আর অভিজ্ঞ অলরাউন্ডার জিয়াউর ৭ ইনিংসে ১৫৪ স্ট্রাইক রেটে ১৫১ রান করেছিলেন। রিটেইন করা আরেক ক্রিকেটার নিহাদুজ্জামান গত মৌসুমে চট্টগ্রামের তারকা পারফর্মারদের একজন ছিলেন। বাঁহাতি স্পিনার নিহাদ ৯ ম্যাচে ৭.২২ ইকোনোমিতে ১২টি উইকেট দখল করেছিলেন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post