স্পোর্টস ডেস্কঃ বাংলাদেশের বিপক্ষে চট্টগ্রাম টেস্টে শ্রীলঙ্কা দল পাচ্ছে না পেস বোলার কাসুন রাজিথাকে। এক বিবৃতিতে তাঁর ছিটকে যাওয়ার তথ্য নিশ্চিত করেছে লঙ্কান ক্রিকেট বোর্ড (এসএলসি)। এর আগে প্রথম টেস্টে লঙ্কানদের বড় জয়ে দারুণ ভূমিকা ছিল রাজিথার।
সিলেট টেস্টের প্রথম ইনিংসে ৩ উইকেট শিকারের পর পরের ইনিংসে রাজিথা শিকার করেন ৫ উইকেট। ফলে বাংলাদেশকে ৩২৮ রানের বড় ব্যবধানে হারানোর পথে তিনি লঙ্কানদের অন্যতম সেরা বোলার ছিলেন। ইতোমধ্যে তার পরিবর্তে আরেক পেসার আসিথা ফার্নান্দোকে দলে নিয়েছে শ্রীলঙ্কা।
বিবৃতিতে এসএলসি বলছে, পিঠের ইনজুরির কারণে দ্বিতীয় টেস্টে কাসুন রাজিথা খেলতে পারবেন না। তার পরিবর্তে আসিথা ফার্নান্দোকে দলে নেওয়া হয়েছে। দেশে ফিরে যাবেন রাজিথা, সেখানে তার চোটের পুনর্বাসন শুরু হবে। এদিকে রাজিথার বদলি হিসেবে ডাক পাওয়া আসিথা ১৩ টেস্টের সবশেষটি খেলেন গত ফেব্রুয়ারিতে, আফগানিস্তানের বিপক্ষে। কলম্বোর ওই ম্যাচে দুই ইনিংসে তিনটি করে উইকেট নেন তিনি। সব মিলিয়ে টেস্টে তার উইকেট ৪১টি।
বাংলাদেশের বিপক্ষে এখন পর্যন্ত দুটি টেস্ট খেলেছেন আসিথা। ২০২২ সালে মিরপুরে খেলা সবশেষ ম্যাচে ১০ উইকেট নিয়েছিলেন তিনি। ম্যাচটি ১০ উইকেটে জিতেছিল লঙ্কানরা। এদিকে বাংলাদেশ-শ্রীলঙ্কা চলতি সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু আগামী শনিবার। প্রথমটি জিতে দুই টেস্টের সিরিজে ১-০তে এগিয়ে আছে সফরকারীরা। এর আগে ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে জেতে টাইগাররা। অবশ্য টি-টোয়েন্টি সিরিজ একই ব্যবধানে জিতেছিল সফরকারী শ্রীলঙ্কা।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post