স্পোর্টস ডেস্ক: প্রতিভাবান প্রয়াত ক্রিকেটার মঞ্জুরুল ইসলাম রানা অকালে পাড়ি জমিয়েছেন না ফেরার দেশে। সেই রানার স্মৃিত চট্টগ্রাম টেস্টে শনিবার ফিরে এলো। চট্টগ্রামর টেস্টের দ্বিতীয় ইনিংসে সাব্বির রহমান ব্যক্তিগত ৩১ রান করেই অন্যন্য রেকর্ড গড়েন। অভিষেক টেস্টে চতুর্থ ইনিংসে সর্বোচ্চ ব্যক্তিগত রানের ইনিংসটি এখন তার দখলে।
এর আগে ২০০৪ সালে হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে অভিষিক্ত ক্রিকেটার হিসেবে চতুর্থ ইনিংসে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ইনিংসটি খেলছিলেন। ১২ বছর রানার রেকর্ড ভাঙলেন ভাঙলেন সাব্বির।
টাইগারদের হয়ে সাব্বির রহমান ১৪তম ক্রিকেটার হিসেবে অভিষেক টেস্টেই হাফসেঞ্চুরির দেখা পেয়েছেন।
রেকর্ড গড়ে হাফসেঞ্চুরিও করেছেন সাব্বির। প্রথম ইনিংসে ১৯ রানের বেশি তুলতে পারেননি। দ্বিতীয় ইনিংসেই নিজেকে ফিরে পেলেন স্বাগতিক দলের এই অলরাউন্ডার। নিজের অভিষেক টেস্ট ম্যাচের দ্বিতীয় ইনিংসে ৫০ রানের ইনিংস পার করে প্রমাণ করলেন, সাদা পোশাকেও কম যান না তিনি।
রোববার ১৪০ রানের মাথায় গুরুত্বপূর্ণ সময়ে যখন সাকিব আল হাসানকে হারায় বংলাদেশ তখনই উইকেটে আসেন সাব্বির। ইংল্যান্ডের বিপক্ষে জয়ের জন্য ২৮৬ রানের লক্ষ্য তাড়া করতে গিয়ে অধিনায়ক মুশফিকুর রহিমকে সঙ্গে নিয়ে ৮৭ রানের জুটি গড়েন তিনি।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/প্রি/০০