নিজস্ব প্রতিবেদকঃ সিরিজের প্রথম টেস্টে বাংলাদেশ দল হেরেছে বিশাল ব্যবধানে। ৩২৮ রানের বিশাল ব্যবধানে হারে দল পিছিয়ে পড়েছে ১-০ ব্যবধানে। ব্যাট হাতে হতশ্রী পারফরম্যান্সে দল এখন বাজে অবস্থানে দাঁড়িয়ে। সিরিজের দ্বিতীয় টেস্টে চট্টগ্রামে এখন ঘুরে দাঁড়ানোর জন্য লড়বে বাংলাদেশ। টাইগারদের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত জানিয়েছেন, সেফ জোনে থেকে খেলবেন না তিনি। দলের প্রয়োজনে জয়ের জন্যই লড়বেন তারা।
একইসাথে এই টেস্টে ফিরছেন সাকিব আল হাসান। বিশ্বসেরা অলরাউন্ডারের মতো অভিজ্ঞ ক্রিকেটারের ফেরা নিশ্চিতভাবেই দলের জন্য স্বস্তির বলছেন শান্ত। তার ফেরা দলের জন্য ভালো হবে বলেই মনে করেন তিনি। সব মিলিয়ে চট্টগ্রাম টেস্টে ফিরে আসার জন্য লড়াই করার বার্তা দিয়েছেন বাংলাদেশ অধিনায়ক।
নাজমুল হোসেন শান্ত বলেন, ‘আমি অধিনায়ক হিসেবে সেইফ ক্রিকেট খেলতে চাই না। পরের ম্যাচ জেতার জন্যই খেলব এবং ঐ অনুযায়ী প্রস্তুতি-পরিকল্পনা করব।’
সাকিবের ফেরা নিয়ে শান্ত’র ভাষ্য, ‘সিনিয়র প্লেয়ার থাকলে তো অবশ্যই স্বস্তি তো থাকেই। সাকিব ভাইয়ের মতো খেলোয়াড় যদি দলে আসে। প্রত্যেক খেলোয়াড়ের জন্য ভালো হয়। তার অভিজ্ঞতা আমাদের দলকে অনেক সহায়তা করবে। যদি ফিরেন তাহলে ভালোই হবে।’
Discussion about this post