স্পোর্টস ডেস্কঃ চট্টগ্রামে চলমান বাংলাদেশ-আয়ারল্যান্ডের মধ্যকার তিন ম্যাচের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি মাঠে গড়াবে শুক্রবার। তবে এর আগেই ঢাকায় ফিরেছেন সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমান। জানা গেছে, আজ (বৃহস্পতিবার) আবার তারা চট্টগ্রামে দলের সঙ্গে যোগ দেবেন। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বিসিবির মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম।
একাধিক সূত্রে জানা গেছে ভারতের ভিসার কাজে ঢাকায় ফিরেছেন মুস্তাফিজ। আর সাকিবের ফেরার নির্দিষ্ট কারণ জানা না গেলেও ধারণা করা হচ্ছে ব্যবসায়ীক কাজে তিনি চট্টগ্রাম ছেড়ে ঢাকায় ফিরেছেন। আজই তাদের চট্টগ্রামে দলের সাথে যোগ দেওয়ার কথা রয়েছে। শুক্রবার দুপুর দুইটায় শুরু হবে আইরিশদের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ।
এদিকে জাতীয় দলের তিন ক্রিকেটার সাকিব, লিটন ও মুস্তাফিজুর রহমান খেলবেন এবারের আইপিএলে। এর মধ্যে সাকিব ও লিটন খেলবেন কলকাতা নাইট রাইডার্সের হয়ে। আর মুস্তাফিজ খেলবেন দিল্লি ক্যাপিটালসের হয়ে। এই তিন তারকার কারণে আইপিএল নিয়ে উত্তপ্ত দেশের ক্রিকেট পাড়া। বিশেষ করে সাকিব ও লিটনকে আলোচনাটা বেশি। আইপিএলের শুরু থেকেই এনওসি পাচ্ছেন মুস্তাফিজ। কিন্তু সাকিব-লিটনকে আইপিএলের শুরু থেকে পাওয়া নিয়ে শঙ্কা।
কেননা ১ এপ্রিল থেকে শুরু হবে কলকাতা নাইট রাইডার্সের আইপিএল যাত্রা। আর ৪ এপ্রিল শুরু হবে বাংলাদেশ ও আয়ারল্যান্ডের মধ্যকার একমাত্র টেস্ট। যার ফলে টেস্টের নিয়মিত অধিনায়ক সাকিব ও সহ-অধিনায়ক লিটনের খেলার সম্ভাবনা ছিল না শুরু থেকে। এরপর মে মাসে আবার আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজও আছে। তাই তাদেরকে আবারও ফিরতে হতো।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপনও দিয়েছেন কঠোর বার্তা। জাতীয় দলের খেলা শেষে আগের নির্ধারিত সময়টাতেই ছাড়পত্র পাবেন তারা শুধুমাত্র। দেশের খেলা চলাকালীন সময় ছাড়া হবে না। একই বার্তা ছিল চন্ডিকা হাথুরুসিংহেরও।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post