নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামে শুরু হচ্ছে প্রিমিয়ার লিগ ফুটবল। বন্দরনগরীর এই ফুটবল আসরে সিলেট থেকে অংশ নিবেন চার জন ফুটবলার। তবে এই সংখ্যা আরো বাড়তে পারে।
চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার কার্যালয়ে বৃহস্পতিবার প্রিমিয়ার লিগের দলবদল অনুষ্টান হয়। দলবদল অনুষ্ঠানে এ দিন সিলেটের চার জন ফুটবলার নিজেদের নাম লেখান চট্টল্লার এই ফুটবল যুদ্ধে।
আগামি ৭ নভেম্বর পর্যন্ত দল বদল কার্যক্রম চলবে। সিলেটে লিগ না হওয়া শেষ মুহুর্তে চট্টগ্রামের এই লিগে সিলেটের আরো ফুটবলার নাম লেথাতে পারেন বলে জানিয়েছেন ফুটবলার আজিজ।
দলবদল কার্যক্রমের উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র, চট্টগ্রাম জেলা ফুটবল এসোসিয়েশনের সভাতি আ.জ.ম নাছির উদ্দিন।
প্রিমিয়ার লিগে সিটি কর্পোরেশন একাদশের হয়ে খেলবেন সিলেটের ফুটবলার গোলরক্ষক আজিজ।
কোয়ালিটি ক্লাবে খেলবেন সামসুল, কাস্টম ক্লাবে খেলবেন কামরুল ও ওমর গণী।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটক/নিপ্র/০০