স্পোর্টস ডেস্কঃ সিলেটে আয়োজন হবে বাংলাদেশ ‘এ’ দল ও উইন্ডিজ ‘এ’ দলের মধ্যকার তিনটি চারদিনের ম্যাচ। বাংলাদেশ সফরের জন্য শনিবার দল ঘোষণা করেছে ক্রিকেট উইন্ডিজ। ক্যারিবিয়ানরা ঢাকায় আসবে ১১ মে। ১৬ মে প্রথম চার দিনের পর বাকি দুটি শুরু হবে যথাক্রমে ২৩ মে ও ৩০ মে। সব ম্যাচ অনুষ্ঠিত হবে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে।
বাংলাদেশ ‘এ’ দলের বিপক্ষে সিরিজে উইন্ডিজের ‘এ’ দলে থাকছেন তেজনারায়ণ চন্দরপল। যিনি সাবেক ক্যারিবিয়ান তারকা ক্রিকেটার শিবনারায়ণ চন্দরপলের ছেলে। এছাড়াও জাতীয় দলের হয়ে খেলা বেশকিছু অভিজ্ঞ খেলোয়াড় নিয়ে সিলেটে খেলবে সফরকারীরা। বাঁহাতি অলরাউন্ডার রেমন রেইফার, পেসার অ্যান্ডারসন ফিলিপ ও বাঁহাতি স্পিনার গুড়াকেশ মোতি এই তিনজনই গত বছরের জুন বাংলাদেশের বিপক্ষে খেলেছিলেন।
চন্দরপলের ছেলে তেজনারায়ণ ইতোমধ্যে ৬টি টেস্ট খেলেছেন। তাতে একটি ডাবল সেঞ্চুরিসহ ৪৫.৩০ গড়ে রান তুলেছেন বাঁহাতি এই ব্যাটার। ক্যারিবিয়ানদের নেতৃত্ব দেবেন জশুয়া ডি সিলভা। নতুন খেলোয়াড়দের থেকে সুযোগ পেয়েছেন ওপেনার কার্ক ম্যাকেঞ্জি এবং জ্যাচারি ম্যাককাস্কির পাশাপাশি পেসার জেয়ার ম্যাকঅ্যালিস্টার।
উইন্ডিজ ‘এ’ দলঃ জশুয়া ডি সিলভা (অধিনায়ক), অ্যালিক অ্যাথানেজ, ইয়ানিক ক্যারিয়াহ, কিসি কারটি, তেজনারায়ণ চন্দরপল, টেভিন ইমলাচ, আকিম জর্ডান, ব্রান্ডন কিং, জইর ম্যাকআলিস্টার, জাচারি ম্যাকসাসকি, কার্ক ম্যাকেঞ্জি, গুড়াকেশ মোতি, অ্যান্ডারসন ফিলিপ, রেমন রেইফার ও কেভিন সিনক্লেয়ার।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post