স্পোর্টস ডেস্কঃ ১৪ জুন থেকে শুরু হতে যাচ্ছে উয়েফা ইউরো চ্যাম্পিয়নশিপ ২০২৪। আর সেই টুর্নামেন্টের জন্য ২৫ সদস্যের দল ঘোষণা করেছে ফ্রান্স। দিদিয়ের দেশমের দলে সবচেয়ে বড় চমক এনগলো কন্তে। তারকা মিডফিল্ডারকে রেখেই দল ঘোষণা করেছে ফরাসিরা।
গেল ২০২২ ফুটবল বিশ্বকাপে খেলতে পারেননি কন্তে। দারুণ ফর্মে থাকা স্বত্ত্বেও চোটের কারণে মিস করেছেন বিশ্বকাপের আসর। পরবর্তীতে আর জাতীয় দলে দেখা যায়নি। এর মাঝেই ক্লাব পরিবর্তন করেছেন। ইংলিশ ক্লাব চেলসির সাথে চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর পাড়ি জমান সৌদি আরবের ফুটবলে। সেখানকার ক্লাব আল ইত্তিহাদের হয়েই এখন মাঠ মাতাচ্ছেন।
তবে ৩৩ বছর বয়সী এই ফুটবলারের আর জাতীয় দলে ফেরা হবে কি-না সেই নিয়ে সংশয় ছিল। তবে জল্পনা উড়িয়ে ফ্রান্সের ইউরোর দলে ডাক পেলেন তিনি। মূলত আল ইত্তিহাদের হয়ে ধারাবাহিকভাবে দারুণ পারফর্ম করার ফলেই পুনরায় জাতীয় দলে ডাক পেয়েছেন।
এদিকে চোটের কারণে সবশেষ ফ্রান্সের দুটি প্রীতি ম্যাচ মিস করা আঁতোয়ান গ্রিজম্যানও দলে ফিরেছেন। দলে আছেন ৩৭ বছর বয়সী ফরোয়ার্ড অলিভিয়ের জিরুদ। জাতীয় দলের জার্সিতে অভিষেক হয়নি, এমন ফুটবলারদের মধ্যে আছেন কেবল ব্র্যাডলি বারকোলা। হুগো লরিস অবসর নেওয়ায়, গোলরক্ষকের গুরুদায়িত্ব এসি মিলানের মাইক মিয়াঁর কাঁধে। চোটের শঙ্কা থাকলেও, চুয়ামেনি ও কিংসলে কোম্যান দুজনই আছেন ইউরোর দলে।
এবারের ইউরো চ্যাম্পিয়নশিপে ‘ডি’ গ্রুপে খেলবে ফ্রান্স। গ্রুপ পর্বে ফরাসিদের প্রতিপক্ষ হিসেবে আছে নেদারল্যান্ডস, অস্ট্রিয়া ও পোল্যান্ড। ১৭ জুন অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে এবারের ইউরো চ্যাম্পিয়নশিপের মিশন শুরু করবে ফ্রান্স।
২০২৪ ইউরো চ্যাম্পিয়নশিপের জন্য ফ্রান্সের ২৫ সদস্যের দল
গোলকিপার- আলফনসে আরেওলা, মাইক মিয়াঁ, ব্রাইস সাম্বা।
ডিফেন্ডার- জোনাথন ক্লাউস, ইব্রাহিমা কোনাতে, উইলিয়াম সালিবা, জুল কুন্দে, থিও এরনান্দেজ, ফারলাঁ মেন্দি, বেঞ্জামিন পাভার্দ, উপামেকানো।
মিডফিল্ডার- এনগোলো কন্তে, এদুয়ার্দো কামাভিঙ্গা, আদ্রিয়েন র্যাবিয়ট, আঁতোয়ান গ্রিজম্যান, অরেলিয়েঁ চুয়ামেনি, ওয়ারেন জেইর–এমিরি, ইউসুফ ফোফানা।
ফরোয়ার্ড- কিলিয়ান এমবাপ্পে, ব্রাডলি বারকোলা, ওসমান দেম্বেলে, কিংসলে কোম্যান, মার্কাস থুরাম, রান্দাল কোলো মুয়ানি ও অলিভিয়ের জিরুদ।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা
Discussion about this post