চমক দিয়ে শুরু বিশ্বকাপ

0
74

স্পোর্টস ডেস্ক:: মাত্রই শুরু হলো বিশ্বকাপ। চার/ছক্কার লড়াইয়েই শুরুতেই চমক। আফ্রিকান চমকে উড়ে গেলো এশিয়া চ্যাম্পিয়ন। আফ্রিকান দেশ, আইসিসির সহযোগী সদস্য নামিবিয়া হারিয়ে দিলো আইসিসির পূর্ণাঙ্গ সদস্য, এশিয়ার বর্তমান চ্যাম্পিয়ন শ্রীলঙ্কাকে।

বিশ্বকাপ মাঠে গড়ানোর দিনই চমক দেখলেন ক্রিকেট প্রেমীরা। এশিয়ার টি-২০ চ্যাম্পিয়ন শ্রীলঙ্কাকে ৫৫ রানে হারিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু করলো নামিবিয়া। দাসুন শানাকারা বিশ্ব সেরা হওয়ার লড়াইয়ে শুরুতেই পিছিয়ে গেলেন।

বিশ্বকাপ শুরুর আগে সমর্থকেরা হয়তো কল্পনাও করেননি দুর্দান্ত ফর্মে থাকা লঙ্কানরা বিধ্বস্ত হবেন নামিবিয়ার কাছে। ১৬৪ রানের লক্ষ্যও ছুঁতে পারলো না লঙ্কান ব্যাটারা। গুটিয়ে গেলেন মাত্র ১০৮ রানেই।

ব্যাট করতে নামা লঙ্কানদের শুরু থেকেই চেপে ধরে নামিবিয়া। দলীয় ১২ রানে প্রথম উইকেট হারানো লঙ্কানরা ২১ রানে পরপর হারায় দুই উইকেট। ইনিংসের দ্বিতীয় ওভারের চতুর্থ বলে ওপেনার কুশল মেন্ডিস ব্যক্তিগত ১২ রানে ফিরেন সাজঘরে।

ইনিংসের চতুর্থ ওভারে বড় ধাক্কা খায় লঙ্কানরা। দ্বিতীয় ও তৃতীয় বলে পরপর হারায় পাথুম নিশাঙ্কা ও দানুশাকা গুনাতিলাকাকে। ওপেনার নিশাঙ্কা ৯ বলে ১০ রানে ও দানুশাকা শুন্য রানেই ফিরেন সাজঘরে।

শুরুতে বিপর্যয়ে পড়া লঙ্কানরা আর ঘুরে দাঁড়াতে পারেনি। নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকা দলটি ১৯ ওভারে ১০৮ রানেই গুটিয়ে যায়। ইনিংস সর্বোচ্চ ২৯ রান করেন অধিনায়ক দাসুন শানাকা। ২৩ বলের ইনিংসে দু’টি চার ও একটি ছক্কা হাঁকান তিনি। দ্বিতীয় সর্বোচ্চ ২০ রান করেন ভানুকা রাজাপাকসে। দুই চারে সাজান ২১ বলের ইনিংসটি। ১২ রান আসে ধনাঞ্জয়া ডি সিলভার ব্যাট থেকে। ১১ রানে অপরাজিত থাকেন মহেশ টিকসেনা।

নামিবিয়ার হয়ে জেন ফ্রাইলিঙ্ক, ডেভিড উইলসিরা ২টি করে উইকেট লাভ করেন।

শ্রীলঙ্কার বিপক্ষে টস হেরে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়েছিলো নামিবিয়া। ১৬ রানের মধ্যেই দুই উইকেট হারানো দলটি অর্ধশতকের আগেই হারিয়ে ফেলে তিন উইকেট।

তবে শেষের ঝড়ে দাসুন শানাকার দলের বিপক্ষে বড় পূঁজিই পেয়েছে নামিবিয়া। সপ্তম উইকেটে স্মিট ও ফ্রাইলিঙ্কের ৬৯ রানের জুটিতে ৭ উইকেট হারিয়ে দলটি ১৬৩ রানের বড় পূঁজি পেয়েছে।

নামিবিয়ার হয়ে ইনিংস সর্বোচ্চ ৪৪ রান করেছেন জান ফ্রাইলিঙ্ক। ২৮ বলের ইনিংসে চারটি চার হাঁকিয়েছেন এই ব্যাটার। দ্বিতীয় সর্বোচ্চ ৩১ রান করে অপরাজিত ছিলেন স্মিট। ১৫ বলের ইনিংসে দু’টি করে চার ও ছক্কা হাঁকিয়েছেন তিনি। এছাড়াও ২৬ রান করেছেন স্টিপেন। ২০ রান করে সংগ্রহ করেছেন অধিনায়ক এরামউস ও ইটন।

শ্রীলঙ্কার হয়ে মাধুসেন ২টি উইকেট লাভ করেছেন।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here