স্পোর্টস ডেস্কঃ টানা দুই হারে আইপিএল শুরু করা মুম্বাই ইন্ডিয়ান্স এবার টানা দুই জয়ের দেখা পেয়েছে। দিল্লি ক্যাপিটালসের পর রোববার তারা হারিয়েছে কলকাতা নাইট রাইডার্সকে। এই ম্যাচে মুম্বাইকে নেতৃত্ব দেন সুর্যকুমার যাদব। রোহিত শর্মা খেলেন ‘ইম্প্যাক্ট ক্রিকেটার’ হিসেবে।
মুম্বাইকে নেতৃত্ব দেওয়ার ম্যাচে জয় দেখেছেন সুর্যকুমার। তবে জরিমানা এড়াতে পারেন নি তিনি। স্লো-ওভার রেটের জন্য বড় জরিমানা হয়েছে তাঁর। চলতি আসরে প্রথম ভুল ছিল, তাই সূর্যকুমারকে ১২ লক্ষ টাকা জরিমানা করা হয়।
কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে ম্যাচ শুরুর আগে রোহিত শর্মা কিছুটা অসুস্থ হয়ে পড়েন। যার কারণে তিনি ফিল্ডিং করতে নামেন নি। ওয়াংখেড়ে স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে কলকাতা ৬ উইকেটে ১৮৫ রান করে। এর মধ্যে বেঙ্কটেশ আইয়ার একাই ৫১ বলে ১০৪ রান করেন।
রান তাড়া করতে নেমে মুম্বাই সহজ জয় পেয়েছে। ১৭.৪ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৮৬ রান করে তারা। ইনিংসের শুরু থেকেই দাপুটে শুরু করে সাবেক চ্যাম্পিয়নরা। ৪.৫ ওভারে ৬৫ রান যোগ করে মুম্বাই। রোহিত শর্মা ১৩ বলে দুই ছক্কা ও এক চারে ২০ রান করে ফিরে যান। ঝড়ো ব্যাটিং করা তরুণ ওপেনার ইশান কিশান ২৫ বলে যোগ করেন ৫৮ রান। তিনি পাঁচটি করে চার ও ছক্কা মারেন।
এরপর সূর্যকুমার যাদব ২৫ বলে খেলেন ৪৩ রানের ইনিংস। চারটি চার ও তিনটি ছক্কা মারেন তিনি। তিলক ভার্মা ২৫ বলে তিন চার ও এক ছক্কায় ৩০ রান করেন। টিম ডেভিড ১৩ বলে ২৪ রান করে ১৪ বল থাকতে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন।
Discussion about this post