স্পোর্টস ডেস্ক: তরুণ ক্রিকেটার মোসাদ্দেক হোসেন সৈকত। ২০১৪-২০১৫ মৌসুমে ১ম শ্রেণীল ক্রিকেটের তিনটি ‘ডাবল’ সেঞ্চুরি করা মোসাদ্দেকর জাতীয় দলে অভিষেক হয়েছে ওয়ানডে ও টি-২০তে। এবার টেস্ট ক্রিকেটে। টেস্ট ক্রিকেটটা মোসাদ্দেকের স্বপ্নই ছিলো।
যে স্বপ্ন ছিলো ১৩ বছর আগে না ফেরার দেশে পাড়ি দেওয়া তার বাবার। বাবার দেখানো স্বপ্নের পেছনেই এতদিন থেকে মোসাদ্দেকের ছুটে চলা। ১৩ বছর বয়সে বাবাকে হারানোর পর বাবার স্বপ্নের পেছনে অবিরাম ছুটে চলছেন মোসাদ্দেক। বাবাকে প্রতিনিয়ত অনুভব করেন।
ছোটকাল থেকে যে বাবার ইচ্ছা শক্তিতে এসেছেন ক্রিকেটে সেই বাবা আর নেই। তাই বলে থেমে থাকেনি বাবার দেখে যাওয়া স্বপ্ন। ক্রিকেটে তার সবচেয়ে বড় প্রেরণা্ডি ছিলেন বাবা-মা। এখন এই দুই চরিত্র একজনকেই ধারণ করতে হচ্ছে। তিনি হচ্ছেন মোসাদ্দেকের মা হোসনেয়ারা বেগম।
বাবার স্বপ্নের টেস্ট ক্রিকেটে এবার অভিষেক হতে যাচ্ছে মোসাদ্দেকের। ২৮ অক্টোবর টেস্টের মহাগুরুত্বপূর্ণ ক্যাপটি পাওয়ার অপেক্ষায় তিনি।
চলতি বছর জানুয়ারিতে জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি অভিষেকের পর গত ২৮ সেপ্টেম্বর আফগানিস্তানের সঙ্গে ওয়ানডেতেও অভিষেক হয়ে যায় বয়সভিত্তিক ক্রিকেট খেলে আসা এই তরুণের। এখন অপেক্ষা সাদা পোশাকের। ওয়ানডে তার ‘প্রিয়’ ফরম্যাট; তারপর টেস্ট। এখানে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান মোসাদ্দেক। হতে চান দলের ভরসার প্রতীক।
গণমাধ্যমেক মোসাদ্দেক হোসেন বলেন, সবাই জানে আমাকে নিয়ে আমার বাবার অনেক বড় স্বপ্ন ছিল। খুব কষ্ট লাগছে বাবা নেই। বাবা যদি দেখে যেতে পারতেন আমার এই অবস্থা। আমার মনে হয় না উনার চেয়ে বেশি খুশি আর কেউ হতেন। বাবাকে আমি প্রচণ্ড পরিমাণে অনুভব করি। হয়তো বাবার দোয়াতেই এতটুকু পর্যন্ত আসতে পেরেছি।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/ঢাটি/০০