স্পোর্টস ডেস্কঃ জাতীয় দলের জার্সিতে টানা দুই বিশ্বকাপ খেলার অপেক্ষায় তানজিম হাসান সাকিব। তবে এই প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যাচ্ছেন এই পেসার। একেবারে শেষ মূহুর্তে মোহাম্মদ সাইফুদ্দিনের সাথে লড়াইয়ের পর বিশ্বকাপ দলে জায়গা করে নিয়েছেন সাকিব। যুব বিশ্বকাপজয়ী এই ক্রিকেটার জানিয়েছেন বিশ্বকাপে খেলার অনুভূতি। একইসাথে জানিয়েছেন তারা চাইলে যেকোনো দলকেই হারাতে পারেন।
টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রতিনিধিত্ব করা ক্রিকেটারদের নিয়ে গল্প প্রকাশ করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। প্রতিদিনই ‘দ্য গ্রিন রেড স্টোরিতে’ কারো না কারো ভিডিও আসছে, আর সেখানে নিজেদের কথাগুলো উপস্থাপন করছেন ক্রিকেটাররা। এর ধারাবাহিকতায় বৃহস্পতিবার এসেছে তানজিম হাসান সাকিবের ভিডিও।
তানজিম হাসান সাকিব বলেন, ‘আমি যখন অনূর্ধ্ব-১৯ ক্রিকেট খেলি, তখন থেকে আমার লক্ষ্য ছিল আন্তর্জাতিক ক্রিকেটে খেলব। কখনোই আমার আত্মবিশ্বাস কম ছিল না, আন্তর্জাতিক ক্রিকেটে পারব না। আন্তর্জাতিক ক্রিকেটের জন্য নিজেকে সেভাবেই তৈরি করেছি। আমার লক্ষ্যই এই পর্যায়ে আধিপত্য দেখানো। প্রত্যেক খেলোয়াড়ের স্বপ্ন থাকে নিজের দেশের হয়ে বিশ্ব ক্রিকেটে প্রতিনিধিত্ব করার। বিশ্বকাপ স্কোয়াডে থাকাটা আমার কাছে স্বপ্নের মতো।’
দল প্রসঙ্গে সাকিবের ভাষ্য, ‘আমাদের দল নিয়ে আমি খুবই আত্মবিশ্বাসী। আমাদের দল মানসিকভাবে দৃঢ় আছে, বন্ডিংও খুব শক্তিশালী। আমরা চাইলে যেকোনো দলকে হারাতে পারি। আমাদের এগারোজন যদি মাঠে সেরাটা দিতে পারে, তাহলে কোনো দল আমাদের সামনে ব্যাপার না ইনশাআল্লাহ। আমরা যেকোনো দলকে হারানোর দক্ষতা রাখি।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা
Discussion about this post