স্পোর্টস ডেস্কঃ সরকার পতনের কারণে বাংলাদেশ ক্রিকেট বোর্ডেও আসতে শুরু করেছে পরিবর্তন। ইতোমধ্যেই পদত্যাগ করেছেন জালাল ইউনুস, পদত্যাগ করবেন নাজমুল হাসান পাপনও। এমন অবস্থাতে বাংলাদেশ দলে নিজের ভবিষ্যৎ নিয়ে মুখ খুললেন প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে।
বোর্ডের পরিবর্তন নিয়ে না ভেবে দলকে নিয়ে কাজ করাতেই সব মনোযোগ দিয়ে রেখেছেন হাথরুসিংহে। আগামী ফেব্রুয়ারিতে পাকিস্তানে অনুষ্ঠেয় চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত বিসিবির সঙ্গে তার চুক্তি। বর্তমানে জাতীয় দলের সাথে পাকিস্তানে থাকা এই লঙ্কান কোচ জানিয়েছেন, চাকরিতে থাকা বা ছাড়ায় কোনো সমস্যা নেই তার।
হাথুরু বলেন, ‘আমার কোনো ধারণা নেই বাংলাদেশে (বোর্ডে) কী চলছে। আমার ভবিষ্যতের কথা বললে, যতোদিন পর্যন্ত চুক্তির মেয়াদ আছে, আমি দায়িত্ব পালনের দিকে তাকিয়ে আছি। বোর্ড যদি বদলে যায় এবং তারা যদি পরিবর্তন চায়, আমার তাতে সমস্যা নেই। তারা যদি আমাকে চালিয়ে নিতে বলে, আমাকে নিয়ে খুশি থাকে, আমিও খুশি মনে দায়িত্ব পালন করব।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০