চাকরির জায়গায় এসে তো বলি না বউয়ের সাথে ঝগড়া করে এসেছি- সুজন

0
24

স্পোর্টস ডেস্ক:: বাংলাদেশী ক্রিকেটাররা আবেগী, পেশাদার নয়। সিনিয়র পেশাদার হতে হবে বলে মনে করেন জাতীয় দলের সাবেক অধিনায়ক, বিসিবি পরিচালক ও টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন। জানিয়েছেন, চাকরির জায়গায় চাকরি। বাসার জায়গায় বাসা। আবেগ দিয়ে কিছু নয়। কেউতো চাকরির জায়গায় এসে বলে না যে বাসায় বউয়ের সাথে ঝগড়া করে এসেছি।

বাংলাদেশের টি-২০ দল গড়া নিয়ে আলোচনা-সমালোচনা চলছে। সিনিয়রদের বিশ্রামের মোড়কে দল থেকে বাতিলের খাতায় ফেলে দেওয়া হয়েছে। সিনিয়র ক্রিকেটাররা আবেগী হয়ে নানা মন্তব্য করছেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের প্রতিক্রিয়া জানিয়েছেন। এসব ভালো ভাবে নিচ্ছে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

জাতীয় দলের সাবেক এই অধিনায়কের মতে ক্রিকেটারদের আরো মানসিকভাবে শক্ত হতে হবে। পেশার জায়গায় পেশাদারিত্ব বজায় রাখতে হবে। টাইগার ক্রিকেটে এখনো ক্রিকেটীয় সংস্কৃতিটা গড়ে ওঠেনি বলে মন্তব্য করেছেন জাতীয় দলের এই টিম ডিরেক্টর। তিনি বলেন ‘আমরা কেন ভালো খেলি না? মেন্টাল টাফনেসের কারণেই তো এমন হয়? আমার কথা হচ্ছে যতদিন পর্যন্ত এসব সংস্কৃতি আমরা তৈরি করতে পারবো না, ততদিন পর্যন্ত ভালো একটা দল হয়ে উঠতে পারবো না। আমি যেমন পেশাদার। আমার চাকরির খবর তো বাসায় যায় না বা আমার বাসায় খবর তো চাকরির জায়গায় এসে জানাই না যে, আজকে আমি আমার বউয়ের সাথে ঝগড়া করে এসেছি।’

খেলোয়াড়দের পেশাদার হতে হবে মন্তব্য করে তিনি বলেন ‘এখানে বিষয়টা একই রকম। আমরা কীভাবে পেশাদার হতে পারি। এটা খুবই গুরুত্বপূর্ণ। আমাদের ক্রিকেট একটা পরিবার, এখানকার কথাগুলো বাইরে যাওয়াটাও একটা ভুল বার্তা দেয়। সেটা যে-ই দিচ্ছে বা যারা-ই দিচ্ছে এটা ভালো না, স্বাস্থ্যকর কর। আমরা এসব নিয়েও কথা বলেছি। আমার মনে হয় যে এটা আমাদের সময় যে সংস্কৃতি গড়ে তোলা।’

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here