চাকরির বিনিময়ে মেসির অটোগ্রাফ নিলেন ভক্ত

0
79

স্পোর্টস ডেস্ক:: লিওনেল মেসিকে কাছ থেকে দেখা, একটি অটোগ্রাফ নেওয়ার জন্য কত কিছুই বিসর্জন দিতে হয়। এবার তার এক সমর্থক নিজের চাকরিই বিসর্জন দিলেন। বিশ্বকাপ জয়ী তারকার অটোগ্রাফ নিতে গিয়ে চাকরি হারিয়েছেন কলম্বিয়ান নাগরিক ক্রিস্টিয়ান সালামাঞ্চ।

ঘটনাটি ঘটেছে ইন্টার মিয়ামির ম্যাচের দিন। লিগস কাপে ৩ আগস্ট অরল্যান্ড সিটির বিপক্ষে মাঠে নামে মায়ামি। মেসির জোড়া গোলে ৩-১ ব্যবধানে জিতে তার দল। সেই ম্যাচে স্টেডিয়ামের পরিচ্ছন্নতাকর্মী মালাঞ্চা কিংবদন্তী এই ফুটবলার অটোগ্রাফ নেন।

স্টেডিয়ামের পরিচ্ছন্নতাকর্মী মেসির অটোগ্রাফ নেওয়ায় তা পছন্দ হয়নি কর্তৃপক্ষের। সে কারণেই চাকরিচ্যুত করা ক্রিস্টিয়ান সালামাঞ্চাকে। তিনি অটোগ্রাফ নিতে গিয়ে চাকরির শর্ত ভঙ্গ করেছেন এমন অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে।

স্থানীয় কর্তৃপক্ষের নিয়ম অনুযায়ী স্টেডিয়ামে যারা কাজ করেন বা ম্যাচের সাথে সংশ্লিষ্ট যারা তারা কখনো কোনো খেলোয়াড়কে বিরক্ত করতে পারেন না। সালামাঞ্চা সেই নিয়ম ভঙ্গ করায় তাকে চাকরি হারাতে হলো।

চাকরি হারিয়ে ক্রিস্টিয়ান সালামাঞ্চা বলেন, ‘আমি সে দিন স্টেডিয়ামের বাইরে একটি বাথরুম পরিষ্কার করতে গিয়েছিলাম। কিন্তু মেসিকে দেখে নিজেকে সংযত রাখতে পারিনি। আমি ‘বিশ্বচ্যাম্পিয়ন’ বলে ডাক দিতেই তিনি আমার ডাকে সাড়া দেন। আমার কাছে এসে অটোগ্রাফ দেন। ঘটনার পরেই আমাকে বরখাস্ত করা হয়। তবে যাইহোক অটোগ্রাফ নেয়ার মুহূর্ত আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ ছিল।’

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here