স্পোর্টস ডেস্কঃ ২০২১-২২ মৌসুমে চেলসির কোচ হিসেবে বরখাস্ত হওয়ার পর গত জানুয়ারিতে এভারটনের দায়িত্ব পান ফ্রাঙ্ক ল্যাম্পার্ড। এবার এখানেও বরখাস্ত হলেন তিনি। সোমবার এক বিবৃতিতে ল্যাম্পার্ডকে বরখাস্তের খবর জানিয়েছে এভারটন। এক বছর না ঘুরতেই প্রিমিয়ার লিগের দুই ক্লাব থেকে চাকরি হারা হলেন সাবেক এই ফুটবলার।
সর্বশেষ ম্যাচে ওয়েস্ট হ্যামের বিপক্ষে এভারটন ২-০ গোলে হারায় ক্লাব কর্তৃপক্ষ ল্যাম্পার্ডকে সিদ্ধান্ত নিয়েছে। এর আগে গত বছরের জানুয়ারিতে দায়িত্ব পান তিনি। দায়িত্ব নিয়ে এভারটনের অবনমন এড়ান। কিন্তু এবার তার অধীনে আবার অবনমনের শঙ্কায় পড়ে গেছে দলটি।
চলতি মৌসুমে ২০ ম্যাচ খেলে এভারটন পয়েন্ট তুলেছে মাত্র ১৫। লিগ টেবিলে ২০ দলের মধ্যে ১৯ নাম্বারে আছে তারা। সর্বশেষ পাঁচ ম্যাচের একটিও জিততে পারেনি। অন্তত ১৭ নম্বরে থেকে লিগ শেষ করতে না পারলে এভারটনের ইংলিশ চ্যাম্পিয়নশিপে নেমে যেতে হবে।
এভারটন কর্তৃপক্ষ এরই মধ্যে নতুন কোচ খোঁজার কাজ শুরু করেছে। কোচ হওয়ার লড়াইয়ে নাকি এগিয়ে আছেন সাবেক টটেনহ্যাম ও উলভস কোচ নুনো স্পিরিন্তো সান্তো। বর্তমান তিনি সৌদি ক্লাব আল ইত্তিহাদের দায়িত্বে আছেন।
Discussion about this post