স্পোর্টস ডেস্কঃ আইসিসির মাস সেরা ক্রিকেটারের পুরষ্কার জিতলেন ফখর জামান। পাকিস্তানের এই ব্যাটার গত মাসে (এপ্রিল) ব্যাট হাতে দুর্দান্ত কিছু ইনিংস খেলেছেন। যার সুবাদে জিতলেন এই পুরষ্কার। নিউজিল্যান্ডের বিপক্ষে টানা দুই ওয়ানডেতে সেঞ্চুরি হাঁকান ফখর। যেখানে একটিতে ১৪৪ বলে ১৮০ রানের অপরাজিত ইনিংস খেলেন তিনি। রাওয়ালপিন্ডিতে গত ২৯ এপ্রিল এই কীর্তি গড়েন বাঁহাতি এই ব্যাটার।
এর আগে প্রথম ওয়ানডেতে করেন ১১৭ রান। দুই ম্যাচেই সেরা খেলোয়াড়ের পুরস্কার জেতেন তিনি। ওয়ানডের আগে কিউইদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ৪৭ রানের ইনিংস খেলেন ফখর। সাদা বলের দুই ফরম্যাটে দ্যুতিময় ব্যাটিংয়ের সৌজন্যে মাস সেরার দৌড়ে এগিয়ে থাকেন তিনি। আইসিসি এক বিবৃতিতে পাকিস্তানি এই ক্রিকেটারের নাম ঘোষণা করেছে।
যদিও ফখর নিজে ভেবেছিলেন তাঁর সাথে লড়াইয়ে থাকা নিউজিল্যান্ডের মার্ক চাপম্যান জিতবেন সেরার পুরষ্কার। টুইটারে তিনি লেখেন, ‘যেভাবে চ্যাপম্যান ভাই টি-টোয়েন্টি সিরিজে রান করেছিল, আমার তো মনে হয়েছিল উনিই মাসসেরা হবেন। তবে সকল ভোটারদের ধন্যবাদ, যারা আমার জন্য ভোট দিয়েছেন।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post