নিজস্ব প্রতিবেদকঃঃ বাংলাদেশকে রীতিমতো বিধ্বস্ত করেছেন আইরিশ বোলাররা। ৬১ রানেই ৭ উইকেট হারানো বাংলাদেশ শেষ পর্যন্ত ১২৪ রানে অলআউট হয়েছে।
চাপের মুখে দারুণ ব্যাটিং করেছেন শামীম পাটোয়ারী। তার ফিফটিতেই টাইগাররা শতরান পেরিয়ে অলআউট হয়েছে ১২৪ রানে।
১২৫ রানের টার্গেটে ব্যাট করছে আয়ারল্যান্ড।
টস হেরে ব্যাট করতে নামা বাংলাদেশ শুরুতেই উইকেট হারায়। ইনিংসের দ্বিতীয় ওভারের প্রথম বলে দলীয় ৯ রানের মাথায় সাজঘরে ফিরেছেন ওপেনার লিটন দাস। চার বলে এক চারে ৫ রান করেছেন তিনি। তৃতীয় ওভারের শেষ বলে দলীয় ১৮ রানে বাংলাদেশ হারিয়েছে দ্বিতীয় উইকেট। ৮ বলে ৪ রান করে সাজঘরে ফিরেছেন শান্ত।
লিটন-শান্তর বিদায়ের পর রনি তালুকাদরও প্যাভেলিয়নে ফিরেন দ্রুত। বল হাতে দুর্দান্ত আইরশিরা। ইনিংসের চতুর্থ ওভারের পঞ্চম বলে দলীয় ২৪ রানের মাথায় তৃতীয় উইকেট হারিয়েছে বাংলাদেশ। ১০ বলে তিন চারে ১৪ রান করে সাজঘরে ফিরেছেন রনি।
রনির বিদায়ের পর দ্রুতপ্যাভেলিয়নের পথ ধরেন সাকিব। ইনিংসের ষষ্ঠ ওভারের পঞ্চম বলে দলীয় ৪১ রানে সাজঘরে ফিরেন বাংলাদেশ অধিনায়ক। এক চারে ছয় বলে ৬ রান করেছেন তিনি। তার বিদায়ের পর দ্রুত ফিরেন তাওহীদ হৃদয়ও। সপ্তম ওভারের তৃতীয় বলে দলীয় ৪১ রানেই পঞ্চম উইকেট হারায় বাংলাদেশ। ১০ বলে ১২ রান করেছেন এই তরুণ।
দশম ওভারের প্রথম বলে স্বাগতিকরা ষষ্ঠ উইকেট হারায়। দলীয় ৬১ রানে সাজঘরে ফিরেন অভিষিক্ত রিশাদ হোসেন। এক ছক্কায় সাত বলে ৮ রান করেন এই লেগ স্পিনার।
চাপের মুখে শামীম ফিফটি করেন। ৪২ বলে ৫ চার ও ২ ছক্কায় হাফ সেঞ্চুরির ইনিংস সাজান শামীম। তার ৫১ রানেই বাংলাদেশ ১৯.২ ওভারে ১২৪ রান তুলে।
আয়ারল্যান্ডের হয়ে মার্ক আডির ৩ টি উইকেট লাভ করেন।
Discussion about this post