স্পোর্টস ডেস্ক:: ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)’র চাপে পড়ে অবশেষে পাকিস্তানের নাম লিখতে বাধ্য হলো ভারত। আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতীয় দলের জার্সিতে পাকিস্তানের নাম লিখতে আপত্তি জানায় ভারতীয বোর্ড বিসিসিআই। এনিয়ে গত কয়েক দিন থেকে আলোচনা-সমালোচনা চলছিলো বেশ।
পাকিস্তানও কড়া জবাব দেয়। জানিয়ে দেয় আর ছাড় নয়। আইসিসিকে বিষয়টি নিয়ে পরিস্কার বার্তা দেয় পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। ভারতের আপত্তির কারণে চ্যাম্পিয়ন্স ট্রফির একক আয়োজক হয়েও পুরো টুর্নামেন্ট নিজেদের মাটিতে আয়োজন করতে পারছে না দলটি।
আইসিসির নিয়ম অনুযায়ী, বিশ্বকাপ, চ্যাম্পিয়ন্স ট্রফি বা বৈশ্বিক ইভেন্ট গুলোতে অংশ নেওয়া প্রতিটি দল নিজেদের জার্সিতে টুর্নামেন্টের লগো এবং লগোর নিচে আয়োজক দেশের নাম লিখতে হবে। তবে ভারত আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফির জার্সিতে আয়োজক পাকিস্তানের নাম লিখতে অস্বীকৃতি জানিয়ে ছিলো।
এনিয়ে গণমাধ্যমে সংবাদ হলে সমালোচনা শুরু হয়। আইসিসির একজন কর্মকর্তা জানান, ভারতে জার্সিতে আয়োজক পাকিস্তানের নাম লিখতে হবে। অবশেষে ভারতও রাজি হলো । আইসিসির নির্দেশনা অনুযায়ী নিজেদের জার্সিতে লোগোসংবলিত পাকিস্তানের নাম রাখতে কোনো আপত্তি নেই ভারতের। বিসিসিআইয়ের নতুন সচিব দেবাজিত সাইকিয়া ক্রিকবাজকে বলেছেন, ‘আইসিসির নির্দেশনায় যা আছে, আমরা সেটাই করব।’ অর্থাৎ ভারতের জার্সিতে পাকিস্তান লেখা সংবলিত লোগো থাকছে।
কিস্তানের ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ‘ক্রিকেট পাকিস্তান’ আইসিসির একজন কর্মকর্তার বরাত দিয়ে এমন খবর দিয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা জানিয়েছে, টুর্নামেন্টে অংশগ্রহণকারী প্রতিটি দলের জন্যই আয়োজক দেশের নাম নিজেদের জার্সিতে লেখা বাধ্যতামূলক। সঙ্গে টুর্নামেন্টের নির্ধারিত লোগোও প্রদর্শন করতে হবে।
ক্রিকেট পাকিস্তানকে আইসিসির ওই কর্মকর্তা বলেন, ‘প্রতিটি দলের দায়িত্ব হলো নিজেদের জার্সিতে টুর্নামেন্টের লোগো যুক্ত করা। সব দল এই নিয়ম মেনে চলতে বাধ্য। কোনো দল যদি আয়োজক দেশের নামযুক্ত লোগো প্রদর্শন করতে ব্যর্থ হয়, তাহলে তাদের কঠিন শাস্তির মুখে পড়তে হবে।’
চিরায়ত নিয়ম অনুযায়ী আইসিসি বা এসিসির বৈশ্বিক আসরগুলোতে টুর্নামেন্টের লগোসহ জার্সি পরিধান করতে হয়। লগোর নিচেই থাকে আয়োজক দেশের নাম। সবগুলো দেশকে সেই লোগো নিজ নিজ জার্সিতে যুক্ত করতে হয়। এমনকি আয়োজক দেশে ম্যাচ অনুষ্ঠিত না হলেও লোগো লাগানোর নির্দেশনা দেওয়া আছে।
ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই যেনো পাকিস্তানকে সহ্যই করতে পারছে না। চ্যাম্পিয়ন্স ট্রফির একক আয়োজক পাকিস্তান হলেও ভারতের আপত্তির কারণে সেটি হচ্ছে হাইব্রিড মডেলে। এবার ভারত নতুন সমস্যা তৈরি করলো।
বিশ্বকাপ, চ্যাম্পিয়ন্স ট্রফি বা আইসিসির বৈশ্বিক ইভেন্টগুলোতে প্রত্যেক দলকে আইসিসি নির্দেশিত জার্সিতে খেলতে হয়। সেখানে টুর্নামেন্টের লগো থাকে। লগোর নিচে স্বাভাবিক ভাবেই আয়োজক দেশে নাম লিখা থাকে। যে কারণে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতীয় দলের জার্সিতে পাকিস্তানের নাম লিখা থাকার কথা।
২০২১ টি-২০ বিশ্বকাপের আয়োজক ছিলো ভারত। তবে বিসিসিআই টুর্নামেন্টটি সংযুক্ত আরব-আমিরাতে আয়োজন করে। ভিন্ন দেশে খেলা হলেও আয়োজক স্বত্ব ভারতের থাকায় প্রতিটি দলের জার্সিতে ভারতের নাম লিখা ছিলো। তবে ভারত নিজেদের জার্সিতে পাকিস্তানের নাম লিখতে আপত্তি জানিয়েছে। এ নিয়ে কড়া প্রতিবাদ জানিয়েছে পাকিস্তানও।
ভারতীয় গণমাধ্যমগুলো জানাচ্ছে, বিসিসিআই তাদের জার্সিতে পাকিস্তানের নাম লিখতে চাইছে না। ভারতীয় বার্তা সংস্থা আইএএনএসের কাছে নাম প্রকাশ না করার শর্তে পিসিবির এক কর্মকর্তা ক্ষোভ প্রকাশ করেছেন। ওই কর্মকর্তাকে উদ্ধৃত করে আইএনএস লিখেছে, ‘বিসিসিআই ক্রিকেটে রাজনীতি নিয়ে এসেছে। খেলাটির জন্য এটি ভালো কিছু নয়। ওরা পাকিস্তান সফর করতে অস্বীকৃতি জানাল। উদ্বোধনী অনুষ্ঠানে অধিনায়ককেও তারা পাঠাতে চায় না। আর এখন আয়োজক দেশের নাম জার্সিতে ছাপাতে চাচ্ছে না। আমাদের বিশ্বাস, আইসিসি এটা হতে দেবে না ও পাকিস্তানের পাশে থাকবে।’
ভারত চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিজেদের ম্যাচগুলো খেলবে সংযুক্ত আরব-আমিরাতে। এমনি ট্রফির সাথে অধিনায়কদের অফিসিয়াল ফটোসেশন এবং অধিনায়কদের আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনেও ভারত নিজেদের অধিনায়ক রোহিত শর্মাকে পাকিস্তানে পাঠাতে চায় না। এ নিয়েই দুই পক্ষের মধ্যে মতবিরোধ তৈরি হয়েছে। এরই মাঝে নতুন করে জার্সি ইস্যু সামনে আনলো ভারত।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০