স্পোর্টস ডেস্কঃ সিরিজের পঞ্চম ও শেষ ওয়ানডেতে লড়ছে শ্রীলঙ্কা ও অস্ট্রেলিয়া। কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে দুই দলের লড়াইয়ে খুব একটা সুবিধাজনক অবস্থানে নেই শ্রীলঙ্কা। টস জিতে ব্যাট করতে নেমে মাত্র ১৬০ রানে অলআউট হয়ে পড়েছে স্বাগতিকরা। চামিকা করুণারত্নের ফিফটি মান বাঁচিয়েছে দলকে। কোনোমতে দেড়শ পেরোতে পেরেছে শ্রীলঙ্কা।
আগে ব্যাট করতে নেমে ভয়াবহ ব্যাটিং বিপর্যয়ে পড়ে লঙ্কানরা। দলীয় মাত্র ৮৫ রানের মধ্যেই হারিয়ে ফেলে ৮ উইকেট। এরপর নবম উইকেটে অভিষিক্ত প্রমোদ মধুসনকে নিয়ে ৫৮ রানের এক জুটি গড়েন চামিকা করুণারত্নে। এই জুটিই শ্রীলঙ্কাকে খানিক লড়াই করার মতো পুঁজি এনে দেয়।
ইনিংসের একেবারে শেষ ব্যাটার হিসেবে আউট হওয়ার আগে ৭৫ রানের দারুণ এক ইনিংস খেলেছেন চামিকা করুণারত্নে। আট নম্বরে ব্যাট করতে নেমে দলকে করেছেন অনেকটা। তার ক্যারিয়ারের প্রথম ফিফটির ইনিংসটি সাজানো ছিল ৭৫ বলে ৮ বাউন্ডারি ও ২ ছক্কায়। এর বাইরে ২৬ রান করেন কুশল মেন্ডিস, ১৫ রান করেন প্রমোদ ও ১৪ রান করেন গেল ম্যাচে সেঞ্চুরিয়ান চারিথ আসালঙ্কা। এই চার জন ব্যতীত আর কেউই দুই অঙ্কের রানের কোটা স্পর্শ করতে পারেননি।
অস্ট্রেলিয়ার হয়ে ২টি করে উইকেট শিকার করেন জশ হ্যাজলেউড, ম্যাথু কুহনেম্যান ও প্যাট কামিন্স। এছাড়া ক্যামেরন গ্রিন ও গ্লেন ম্যাক্সওয়েল ১টি করে উইকেট লাভ করেন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা