স্পোর্টস ডেস্কঃ এশিয়া কাপের প্রথম ম্যাচ শেষে বাংলাদেশ ক্রিকেট দল এখন পাকিস্তান। লাহোরে গ্রুপের শেষ ম্যাচ তারা খেলবে আফগানিস্তানের বিপক্ষে। শুক্রবার বিকেলে শ্রীলঙ্কার কলম্বো থেকে চার্টার্ড ফ্লাইটে করে লাহোরের পথে রওয়ানা দেন সাকিব আল হাসানরা। এরপর রাত ১০টা নাগাদ নিরাপদে তারা বাবরদের দেশে পৌঁছান।
বিসিবি সূত্রে জানা গেছে, আজ লাহোরে পৌঁছে রাতের বিশ্রাম শেষেই নতুন করে নামতে হবে বাংলাদেশ দলকে। শনিবার বিকেল থেকে আফগানিস্তান ম্যাচকে সামনে রেখে অনুশীলন করবে সাকিবের দল। এরপর গণমাধ্যমের সঙ্গে দলের প্রতিনিধি হয়ে একজন খেলোয়াড় কিংবা কোনো কোচ কথা বলতে পারেন।
এশিয়া কাপের গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ৫ উইকেটে হেরে গেছে বাংলাদেশ দল। এতে জটিল হয়ে গেছে টাইগারদের সুপার ফোরে খেলার সমীকরণও। পরের ম্যাচে আফগানিস্তানের সঙ্গে জিততেই হবে, তারপর অপেক্ষা করতে হবে শ্রীলঙ্কা-আফগানিস্তানের ম্যাচের। টুর্নামেন্টে টিকে থাকার লড়াইয়ে আগামী রোববার লাহোরে আফগানিস্তানের মুখোমুখি হবে লাল সবুজের প্রতিনিধিরা।
এদিকে লাহোরে আজ সংবাদ সম্মেলনে আফগানদের কোচ জনাথন ট্রট জানিয়েছেন, বাংলাদেশের বিপক্ষে এগিয়ে থেকেই খেলবে আফগানরা। ট্রট বলেন, ‘আমরা সম্প্রতি শ্রীলঙ্কার বিপক্ষে খেলেছি। বাংলাদেশের বিপক্ষেও সিরিজ খেলেছি। প্রথমবারের মতো বাংলাদেশকে সিরিজে হারিয়েছি। এটা নিশ্চয়ই বড় অর্জন। দুই দলই জানে, কার শক্তি কেমন। আমি ভালো ক্রিকেট প্রত্যাশা করছি।’