স্পোর্টস ডেস্কঃ ফ্রেঞ্চ ওপেনের কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হয়েছিলেন বিশ্বের সেরা দুই টেনিস খেলোয়াড় রাফায়েল নাদাল এবং নোভাক জোকোভিচ। মঙ্গলবার রাতে একে অপরের বিপক্ষে লড়াই করলেন পাক্কা ২৫২ মিনিট। অর্থ্যাৎ ৪ ঘণ্টা ১২ মিনিট। লম্বা সময় ধরে চলা এ ম্যাচের শেষ হাসি হাসলেন স্প্যানিশ তারকা নাদাল।
প্যারিসে বাংলাদেশ সময় মাঝরাতে শুরু হয় দুই বিশ্বসেরার লড়াই। ৬-২, ৪-৬, ৬-২, ৭-৬ (৭-৪) গেমে জিতে ফ্রেঞ্চ ওপেনের সেমি-ফাইনালে পা রাখলেন নাদাল। এই প্রতিযোগিতায় এর আগে ১৩ বার চ্যাম্পিয়ন হয়েছেন তিনি।
নাদাল-জোকোভিচের মধ্যে এটি ছিল ৫৯তম ম্যাচ। ফরাসি ওপেনের কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হওয়ার আগে জোকোভিচ ৩০টি এবং নাদাল ২৮টি ম্যাচ জিতেছেন। সার্বিয়ার জোকোভিচ ২৮টি ফাইনালে নাদালের সাথে লড়াই করেছেন এবং ১৫টি শিরোপা জিতেছেন।
গত বছর সেমিফাইনালে জোকোভিচের কাছে হেরে যাওয়ার আগে স্পেনের নাদাল টানা চারটি ফ্রেঞ্চ ওপেন শিরোপা জিতেছিলেন। জোকোভিচ বিশ্বের একমাত্র টেনিস খেলোয়াড় যিনি চারটি গ্র্যান্ড স্লামেই নাদালকে হারিয়েছিলেন।
বছরের শুরুতে অস্ট্রেলিয়ান ওপেন জিতে পুরুষ এককে রেকর্ড ২১টি গ্র্যান্ড স্ল্যাম জয়ের রেকর্ড গড়েন নাদাল। সংখ্যাটাকে এবার বাড়িয়ে নেওয়ার পালা। সেই লক্ষ্যে এগিয়ে যেতে সেমি-ফাইনালে তিনি খেলবেন আলেক্সান্ডার জেভেরেভের বিপক্ষে, আগামী শুক্রবার। জার্মানির ২৫ বছর বয়সী জেভেরেভ টানা দ্বিতীয়বার সেমিফাইনালে উঠেছেন।