নিজস্ব প্রতিবেদক:: দুই সেঞ্চুরি, আর দুইশোর বেশি ইনিংসের ম্যাচ নিয়ে বিপিএল এবার সিলেটে। জমজমাট ঢাকার প্রথম পর্ব শেষে এবার সিলেটে শুরু হবে বিপিএলের দ্বিতীয় পর্ব। রান না হওয়া নিয়ে অতীতের বিপিএলগুলোর সমালোচনা ছাড়িয়ে এবারের বিপিএলে রীতিমতো রান উৎসব হচ্ছে।
ঢাকায় প্রথম পর্বের আট ম্যাচের দুই ম্যাচেই এসেছে সেঞ্চুরি। ব্যাটসম্যানর ছার-ছক্কার বিপিএলে বোলাররাও সফলও হচ্ছে। তাসকিন বিপিএলের ইতিহাসে করেছেন সেরা বোলিংও। সব মিলিয়ে ব্যাট-বলে জমে উঠা বিপিএল এবার কাঁপাবে চায়ের শহর সিলেট।
৬ জানুয়ারি থেকে ১৩ জানুয়ারি পর্যন্ত ছয় দিনে সিলেটে হবে বিপিএলের বার ম্যাচ। দেশি-বিদেশী তারকা চায়ের নগরে মেতে উঠবেন বিপিএল উৎসবে। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচ ডেতে প্রতিদিন দু’টি করে ম্যাচ অনুষ্টিত হবে। ইতিমধ্যে সিলেট আসতে শুরু করেছে বিপিএলের ফ্র্যাঞ্চাইজিগুলো্
সিলেটের ফ্র্যাঞ্চাইজি সিলেট স্ট্রাইকার্স ঘরের মাঠে পাঁচটি ম্যাচ খেলবে। ঢাকায় বিপিএলের প্রথম পর্বে এক ম্যাচ খেলা সিলেট ইতিমধ্যে নিজ শহরে এসে পৌঁছে অনুশীলনও শুরু করে দিয়েছে। আজ সকালে সিলেট আউটার স্টেডিয়ামে অনুশীলন করছেন দলটির ক্রিকেটাররা।
বিপিএলে সিলেট পর্বের সূচি;
৬ জানুয়ারি ২০২৫ সিলেট স্ট্রাইকার্স–রংপুর রাইডার্স বেলা ১–৩০ সিলেট
৬ জানুয়ারি ২০২৫ ফরচুন বরিশাল–দুর্বার রাজশাহী সন্ধ্যা ৬-৩০ সিলেট
৭ জানুয়ারি ২০২৫ রংপুর রাইডার্স–ঢাকা ক্যাপিটালস বেলা ১–৩০ সিলেট
৭ জানুয়ারি ২০২৫ সিলেট স্ট্রাইকার্স–ফরচুন বরিশাল সন্ধ্যা ৬-৩০ সিলেট
৯ জানুয়ারি ২০২৫ ফরচুন বরিশাল–রংপুর রাইডার্স বেলা ১–৩০ সিলেট
৯ জানুয়ারি ২০২৫ ঢাকা ক্যাপিটালস–চিটাগং কিংস সন্ধ্যা ৬–৩০ সিলেট
১০ জানুয়ারি ২০২৫ দুর্বার রাজশাহী–খুলনা টাইগার্স বেলা ২টা সিলেট
১০ জানুয়ারি ২০২৫ সিলেট স্ট্রাইকার্স–ঢাকা ক্যাপিটালস সন্ধ্যা ৭টা সিলেট
১২ জানুয়ারি ২০২৫ সিলেট স্ট্রাইকার্স–খুলনা টাইগার্স বেলা ১–৩০ সিলেট
১২ জানুয়ারি ২০২৫ দুর্বার রাজশাহী–ঢাকা ক্যাপিটালস সন্ধ্যা ৬–৩০ সিলেট
১৩ জানুয়ারি ২০২৫ সিলেট স্ট্রাইকার্স–চিটাগং কিংস বেলা ১–৩০ সিলেট
১৩ জানুয়ারি ২০২৫ রংপুর রাইডার্স–খুলনা টাইগার্স সন্ধ্যা ৬–৩০ সিলেট
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০