স্পোর্টস ডেস্ক:: এক সঙ্গে জ্বলে উঠলেন পিএসজির তারকারা। ফরাসি লিগে দ্রুততম গোলের রেকর্ডের দিনে এমবাপে হ্যাটট্রিকও করেছেন। অ্যাসিস্টেরও হ্যাটট্রিক করেছেন জোড়া গোল দাতা নেইমারও। গোলের তালিকা থেকে বাদ যাননি মেসি-আশরাফ হাকিমিও।
মাত্র ৯ সেকেন্ডের মধ্যেই গোলের শুরুটা করেন এমবাপে। ২০০৬-০৭ মৌসুম থেকে অপটা হিসাবের পর আজ রাতের এই গোলটিই ফরাসি লিগের দ্রুততম গোল। নানা কারণে আলোচনায় থাকা এমবাপের এই গোলটি পিএসজিরও দ্রুততম গোল। যে কোনো প্রতিযোগিতায় ক্লাবটির এটিি দ্রুততম গোলের তালিকায় জায়গা করে নিলো।
দুই বছর আগের চ্যাম্পিয়ন লিলেকে নিয়ে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা রীতিমতো ছেলেখেলা করেছে। এমবাপের হ্যাটট্রিক, অ্যাসিস্টের হ্যাটট্রিক করা নেইমারের জোড়ার গোলের দিনে মেসি ও আশরাফ হাকিমিও একটি করে গোল করেছেন। অ্যাসিস্টও তাদের একটি করে। আট গোলের ম্যাচে সমর্থকদের দারুণ এক ম্যাচ উপহার দিলেন পিএসজির চার তারকা।
কিক অফের মাত্র ৯ সেকেন্ডের মধ্যেই এমবাপের দুর্দান্ত গোলটি সমর্থকদের মনে থাকবে দীর্ঘ দিন। নেইমারের পাস থেকে পাওয়া বল মেসি লিলের ডিফেন্ডারদের উপর দিয়ে পাঠিয়ে দেন এমবাপের কাছে। ফরাসি তারকা বল জালে পাঠিয়ে দ্রুততম সময়ে গোলের রেকর্ডটি করেন। দ্বিতীয়ার্ধে আরো দুই গোল দিয়ে হ্যাটট্রিকও পূর্ণ করেছেন তিনি। টানা তিন জয়ে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা টেবিলের শীর্ষেই আছে। রোববার রাতের ম্যাচে লিলেকে নিয়ে রীতিমতো গোল উৎসবে মেতে উঠে পিএসজি। ৭-১ গোলের ব্যবধানে টানা তৃতীয় ম্যাচে জয়ের ধারাবাহিকতায় থাকলো তারকার ঠাসা ক্লাবটি।
আট গোলের ম্যাচের প্রথমার্ধেই এসেছে চারটি গোল। দ্বিতীয়ার্ধেও পিএসজি চারটি গোল আদায় করেছে। তবে বিপরীতে লিলেও দিয়েছে একটি গোল। এক তরফা ম্যাচে প্রতিপক্ষকে কোনো সুযোগ দেননি এমবাপে, মেসি, নেইমাররা।
ম্যাচের শুরুতেই এমবাপের দারুণ এক গোলে লিড নেয় পিএসজি। খেলা শুরুর কয়েক সেকেন্ডের মধ্যেই এমবাপে লিলের জালে পাঠিয়ে গোল উৎসবের শুরুটা করেন। মিনিট পঁচিশের পর আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি ব্যবধান বাড়িয়ে নেন। ম্যাচের ২৭তম মিনিটে তার গোলে পিএসজি এগিয়ে যায় ২-০ গোলে।
এগিয়ে থাকা পিএসজিকে ম্যাচের ৩৯তম মিনিটে আরো এগিয়ে দেন হাকিমি। তার গোলেই ব্যবধান ৩-০ করে ফেলে পিএসজি। লিলে যেনো কোনো সুযোগই পাচ্ছিলো না। প্রথমার্ধেই ব্যবধান আরো বাড়ান নেইমার। ম্যাচের ৪৩তম মিনিটে নিজের প্রথম গোলটি করেন তিনি। পিএসজিতে তাতে এগিয়ে যায় ৪-০ গোলে। বড় ব্যবধানে পিছিয়েই বিরতিতে যায় লিলে।
দ্বিতীয়ার্ধে কিছুটা প্রতিরোধের চেষ্টা করে লিলে। তবে দুর্দান্ত হয়ে উঠা এমবাপে আর নেইমারদের কাছে টিকেনি তাদের প্রতিরোধের বাঁধ। ম্যাচের ৫২তম মিনিটেই নেইমার জোড়া গোল পূর্ণ করেন। পিএসজি এগিয়ে যায় ৫-০ গোলে। এর মিনিট দুই পর ব্যবধান একটু কমায় লিলে। ম্যাচের ৫৪তম মিনিটে বাম্বার গোলে লিলে ব্যবধান ৫-১ করে।
এমবাপে ঝলকের তখনো বাকী। বড় ব্যবধানে থাকা পিএসজির সমর্থকের চমকে দেন এই ফরাসি তারকা। নেইমারের পর ম্যাচের ৬৬তম মিনিটে এমবাপে নিজের জোড়া গোল পূর্ণ করেন। হাতছানি দিচ্ছিলো। তিনিও মিস করেননি। ম্যাচের ৮৭তম মিনিটে লিলের কফিনে শেষ পেরেক ঠুকে দিয়ে নিজের হ্যাটট্রিক পূর্ণ করে নেন তিনি। তাতেই ৭-১ গোলের বড় জয় নিয়ে টানা তিন ম্যাচ অপরাজিত থাকলো পিএসজি।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০