স্পোর্টস ডেস্কঃ চার বছরের চুক্তিতে সৌদি আরবের ক্লাবটি আল নাসেরে যোগ দিলেন সেনেগালের সাদিও মানে। ৩১ বছর বয়সী ফরায়ার্ড এর আগে বায়ার্ন মিউনিখ ও লিভারপুলে খেলেছেন। প্রিমিয়ার লিগের দল লিভারপুলের হয়ে বেশ দ্যুতি ছড়ান মানে। গত বছর অ্যানফিল্ডের দলটি ছেড়ে তিনি পাড়ি জমান বায়ার্নে। তবে সেখানে থিতু হতে পারেন নি।
আল নাসের সামাজিক মাধ্যমে মানেকে নেওয়ার খবর আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেয়। সৌদি লিগের রানার্স আপ দলটিতে গত জানুয়ারিতে যোগ দিয়েই হইচই ফেলে দেন ক্রিশ্চিয়ানো রোনালদো। মানে ও রোনালদো ছাড়া এবার মার্সেলো ব্রোজোভিচ, সেকো ফোফানা, অ্যালেক্স তেলিসকে নিয়ে আগামী মৌসুমের জন্য শক্তি বাড়িয়েছে আল নাসের।
এদিকে লিভারপুলে মানে ২৬৯ ম্যাচে গোল করেছেন ১২০টি। জিতেছেন চ্যাম্পিয়ন্স লিগ, প্রিমিয়ার লিগ, এফএ কাপ, লিগ কাপ, উয়েফা সুপার কাপ ও ক্লাব বিশ্বকাপ। এবার নতুন ক্লাবে খেলার অপেক্ষায় তিনি। সমর্থকদের উদ্দেশে ভিডিও বার্তায় মানে বলেছেন, সৌদি আরবে যেতে তড় সইছে না তাঁর, ‘আপনাদের ক্লাবের অংশ হতে পেরে আমি সত্যিই গর্বিত। আপনাদের দেখতে তড় সইছে না আমার।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০