নিজস্ব প্রতিবেদকঃ ঢাকা টেস্টের দ্বিতীয় দিন হতাশায় শুরু বাংলাদেশের। আগের দিনের অবিচ্ছিন্ন মুশফিকুর রহিম ও মেহেদি হাসান মিরাজের জুটি ভাঙে যায় শুরুতেই। বৃহস্পতিবার চতুর্থ ওভারেই আউট হন মিরাজ। ইয়ামিন আহমেদজাইয়ের বলে ব্যাকওয়ার্ড পয়েন্টে ক্যাচ তুলে ফিরেছেন এই অলরাউন্ডার।
আজ নিজের নামের পাশে মাত্র ৫ রান যোগ করে ৪৮ রানে আউট হলেন মিরাজ। তাঁর বিদায়ে ভাঙে মুশফিকের সঙ্গে ৮৩ রানের ষষ্ঠ উইকেট জুটি। মিরাজ আউট হওয়ার চার বল পর আউট মুশফিকও। নিজাত মাসুদের অফ স্টাম্পের বাইরের বল তাঁর ব্যাটের হ্যান্ডল ও গ্লাভস ছুঁয়ে জমা পড়ে দ্বিতীয় স্লিপে নাসির জামালের হাতে। ৪৭ রানে আউট হন তিনি।
এর আগে টস হেরে ব্যাট করতে নেমে ইনিংসের শুরুতেই ধাক্কা খায় বাংলাদেশ। ইনিংসের দ্বিতীয় ওভারের প্রথম বলেই সাজঘরের ফিরেন ওপেনার জাকির হাসান। মিরপুরের হোম অব ক্রিকেটে সবুজ ঘাসের উইকেটে খেলতে নেমে দলীয় ৬ রানেই প্রথম উইকেট হারিয়ে ফেলে টাইগাররা।
জাকিরকে উইকেটের পেছনে থাকা আফসর জাজাইয়ের হাতে তালুবন্দি করে প্যাভিলিয়নে ফেরান নিজাত মাসুদ। ২ বলে মাত্র ১ রান করেই ড্রেসিং রুমে ফিরে যান জাকির। নিজের টেস্ট অভিষেকের একেবারে প্রথম বলেই উইকেট তুলে নিয়ে রেকর্ড গড়েন পেসার নিজাত মাসুদ।
টেস্ট অভিষেকে একেবারে প্রথম বলেই উইকেট তুলা প্রথম আফগান বোলার এখন নিজাত। এরপর জয়-শান্ত ২১২ রানের জুটি গড়েন। ৭৬ রান করে রহমত শাহ’র শিকারে পরিণত হওয়া জয়ের বিদায়ে ভাঙে এই জুটি। স্লিপে ইব্রাহিম জাদরানের হাতে ক্যাচ তুলে দিয়ে প্যাভিলিয়নের পথ ধরেন জয়।
১৫ রান এসেছে মুমিনুল হকের ব্যাট থেকে। তাঁকেও ফেরান নিজাত। প্রথম দিনেই সেঞ্চুরি তুলে নেওয়া শান্ত থামেন ১৪৬ রানের ঝলমলে এক ইনিংস খেলে। ১৭৫ বলের দৃষ্টিনন্দন ইনিংস তিনি সাজিয়েছেন ২৩ চার আর ২ ছক্কায়। অধিনায়ক লিটন দাস আউট হয়েছেন ৯ রান করে। দলীয় তিনশ’র আগে অর্ধেক উইকেট হারায় স্বাগতিকরা। আফগানিস্তানের স্পিনার জহির খানের বেরিয়ে যাওয়া বলে ব্যাট চালিয়ে লিটন ধরা পড়েন স্লিপে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post