স্পোর্টস ডেস্ক: এক বার, দু’বার নয়। তিন তিন বার আত্মহত্যার চেষ্টা করেছেন অস্ট্রেলিয়ান ক্রিকেটার। চাঞ্চল্যকর এমন খবর দিলেন অস্ট্রেলিয়ার সাবেক লেগস্পিনার ব্র্যাড হগ। ক্রিকেট থেকে অবসর ও বিয়ে ভেঙে যাওয়ায় এমন বিপর্যস্ত অবস্থা হয়েছিল যে জীবনটাই শেষ করে দেবেন বলে ভেবেছিলেন তিনি।
হগ সাতটা টেস্ট খেলেছিলেন দেশের হয়ে। ২০০৩ এবং ২০০৭, অস্ট্রেলিয়ার দুটো সফল বিশ্বকাপ দলের সদস্যও ছিলেন। কিন্তু বৈবাহিক সম্পর্ক এতটাই খারাপ হয়ে যায় যে, আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিতে হয় হগকে। যদি তাতে বিয়েটা বাঁচানো যায়, সেই আশায়। ২০০৭-০৮ সালে অবসর নেওয়ার পরেও অবশ্য তৎকালীন স্ত্রী অ্যান্ড্রিয়ার সঙ্গে সম্পর্কটা বাঁচাতে পারেননি।
স্ত্রীর সঙ্গে ছাড়া-ছাড়ির পর তিনটে বছর শুধুই অবসাদে কেটেছে। মদ্যপানের মধ্যে স্বস্তি খুঁজতেন। আর একটা সময় আত্মহত্যার চিন্তা মাথায় ঘোরাফেরা শুরু করে।
নিজের আত্মজীবনী ‘দ্য রং আন’-এ ব্র্যাড হগ জানান, সোমবার প্রকাশিত হওয়া এই বইয়ে তিনি লিখেছেন, ‘প্রায়শই ফ্রিমেন্টালের দিকে রওনা হতাম। গাড়ি চালিয়ে। আর যেতে যেতে ভাবতাম, আমার জীবনে এগুলো কী ঘটছে! তারপর পার্ক বিচে, গাড়ি রেখে একা একাই হাঁটতাম। কখনও, কখনও সমুদ্রের দিকে একদৃষ্টিতে তাকিয়ে থাকতাম। মনে হত, আমি বাঁধ পর্যন্ত বা পেরিয়ে সাঁতার কাটতে কাটতে এগিয়ে যাই। তারপর যদি ফেরার হয় ফিরব। না হলে, যা হওয়ার হবে। মনে হত, ভাগ্যে যা আছে, তাই হবে। আসলে, সেই সময়টা ছিল বড্ড কঠিন।’
চার বার আত্মহত্যা প্রসঙ্গে তিনি এই বইয়ে লিখেছেন, ‘আমি তখন সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলাম। আমি আসলেই তখন অন্ধকারে ছিলাম। আমি চারবার সিদ্ধান্ত নিয়েছিলাম। এং প্রতিবারই আমার মনে হয়েছে কিছু একটা এবার করেই ফেলবো।’
এখন অবশ্য হগ চুটিয়ে ফের ক্রিকেট খেলছেন। ঘরোয়া বিগ ব্যাশের দল মেলবোর্ন রেনেগার্ডসে খেলবেন আগামী আসরে। খেলে যাচ্ছেন আইপিএলের দল কলকাতা নাইট রাইডার্সেও। যেখানে আইপিএলের আসরে সবচেয়ে বয়স্ক ক্রিকেটার হিসেবে রয়েছেন তিনি।
এর আগে ১৯৯৬ থেকে ২০০৮ সাল পর্যন্ত অস্ট্রেলিয়ার হয়ে ১২৩টি ওয়ানডে খেলে হজ নিয়েছিলেন ১৫৬টি উইকেট। সাতটি টেস্ট খেলে হগের শিকার ১৭ উইকেট।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/প্রি/০০