স্পোর্টস ডেস্কঃ ইংল্যান্ড ও স্পেনের বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে গোলরক্ষক এদেরসনকে পাচ্ছে না ব্রাজিল। আলিসন বেকারের পর ছিটকে গেলেন ম্যানচেস্টার সিটির এই গোলরক্ষক। তাতে বিপাকে পড়েছে সাবেক বিশ্ব চ্যাম্পিয়নরা। প্রথম পছন্দের দুই গোলরক্ষকেই পাচ্ছে না ব্রাজিল। এর আগে ছিটকে গেছেন লিভারপুলে খেলা আরেক গোলরক্ষক বেকার।
গত রোববার লিভারপুলের সাথে ১-১ গোলে ড্র হওয়া ম্যাচটিতে এদেরসন দ্বিতীয়ার্ধের শুরুতে দারউইন নুনেসকে চ্যালেঞ্জ করতে গিয়ে আঘাত পান। এদিকে নতুন কোচ দরিভাল জুনিয়রের অধীনে আগামী ২৩ মার্চ ওয়েম্বলিতে ইংল্যান্ড ও তিনদিন পর মাদ্রিদে স্পেনের মোকাবেলা করবে ব্রাজিল। লিভারপুল গোলরক্ষক বেকার হ্যামস্ট্রিং ইনজুরিতে থাকায় জাতীয় দলের প্রথম গোলরক্ষক হিসেবে এদেরসনেরই প্রীতি ম্যাচগুলোতে নামার কথা ছিল।
এদিকে ব্রাজিলিয়ান কোচ আরো জানিয়েছে এদেরসন ছাড়াও আরো দুই খেলোয়াড় ইনজুরিতে পড়েছেন। পিএসজির মারকুইনহোস ও আর্সেনালের গ্যাব্রিয়েল মার্টিনেলি ইনজুরিতে থাকায় তাদের পরিবর্তে ফ্লামেঙ্গোর লেফট-ব্যাক ফ্যাব্রিসিও ব্রুনো ও পোর্তো স্ট্রাইকার গালেনোকে দলে ডাকা হয়েছে। এদিকে আন্তর্জাতিক বিরতির পর প্রিমিয়ার লিগের শিরোপা লড়াইয়ের মহাগুরুত্বপূর্ণ ম্যাচে আগামী ৩১ মার্চ আর্সেনালের মুখোমুখি হবে ম্যানচেস্টার সিটি। সেই ম্যাচেও এদেরসনের মাঠে নামা এখন প্রবল শঙ্কায়।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post