স্পোর্টস ডেস্ক:: এক ইনিংসেই শ্রীলঙ্কার চার ব্যাটারের সেঞ্চুরি। সফরকারী আইরিশদের বিপক্ষে প্রথম টেস্টে রানের পাহাড় গড়েছে স্বাগতিক লঙ্কানরা। দিমুথ করুনারত্মে, দিনেশ চান্দিমাল, কুশল মেন্ডিস ও সাদিরা সামারাবিক্রমার সেঞ্চুরিতে লঙ্কানরা ৬ উইকেটে ৫৯১ রান তুলে ইনিংস ডিক্লেয়ার করেছে।
টস জিতে ব্যাট করতে নামা লঙ্কানদের উদ্বোধনী জুটিটা বেশ লম্বা হয়নি। দলীয় ৬৪ রানেই ভেঙে যায় উদ্বোধনী জুটি। ব্যক্তিগত ২৯ রানে ফিরেন নিশান মাধুশাঙ্কা। দ্বিতীয় উইকেটে অধিনায়ক দিমুথ করুনারাত্মে ও কুশল মেন্ডিস ২৮১ রানের বড় জুটি গড়েন। ইনিংসের ৭৬তম ওভারের শেষ বলে দলীয় ৩৬৪ রানের মাথায় কুশল মেন্ডিসের বিদায়ে ভাঙে তাদের জুটি। ১৮ চার ও ১ ছক্কায় ১৯৩ বলে ১৪০ রানের ঝলমলে ইনিংস খেলেন তিনি।
অধিনায়ক দিমুথ করুনারাত্মে থামেন ১৭৯ রান করে। দলীয় ৩৭৩ রানের মাথায় চতুর্থ উইকেটে সাজঘরে ফিরেন তিনি। ২৩৫ বলের ধৈর্য্যশীল ইনিংসটি সাজিয়েছেন ১৫ বাউন্ডারিতে। ৭ম উইকেটে দিনেশ চান্দিমাল ও সাদিরা মিলে গড়েন ১৮৩ রানের জুটি। শতক হাঁকিয়ে দু’জনেই থাকেন অপরাজিত। ১৫ বাউন্ডারিতে ১৫৫ বলে ১০২ রান করেন দিনেশ চান্দিমাল। ১১ বাউন্ডারিতে ১১৪ বলে ১০৪ রান আসে সাদিরার ব্যাট থেকে। তাতেই ১৩১ ওভারে ৬ উইকেটে ৫৯১ রানে ইনিংস ঘোষনা করে লঙ্কানরা।
আয়ারল্যান্ডের হয়ে চ্যাম্পার ২টি উইকেট লাভ করেন।
নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করছে আয়ারল্যান্ড।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post