স্পোর্টস ডেস্কঃ ভারত সফরে যাচ্ছে অস্ট্রেলিয়া দল। দুই দল চার ম্যাচের টেস্ট সিরিজে মুখোমুখি লড়াইয়ে নামবে। আর সেই সিরিজের জন্য ১৮ সদস্যের দল ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। দলে চমক রেখেছে অস্ট্রেলিয়া।
ভারত সফর হওয়ায়, উপমহাদেশের কন্ডিশনকে বিবচেনায় রেখে দলে চার স্পিনার নিয়েছে অজিরা। বরাবরই পেসারদের দিয়ে রাজত্ব করা ক্যাঙ্গারু শিবির, বেশ ভালোই বুঝতে পারছে কী অপেক্ষা করছে ভারত সফরে তাদের জন্য। এর মধ্যে চমকও দিয়েছে অজিরা।
প্রথমবারের মতো ডাকা হয়েছে টড মারফি। এই অফ-স্পিনার মাত্র ৭টি প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন। তবে ১৩ ইনিংসে বল করে শিকার করেছেন ২৯ উইকেট। ৪২ রানে ৪ উইকেট ক্যারিয়ার সেরা ইনিংস ফিগার। তিন বার ৪ উইকেট করে পেয়েছেন এখন পর্যন্ত। অনূর্ধ্ব-১৯ দলের হয়ে খেলার অভিজ্ঞতা থাকা ২২ বছর বয়সী মারফিকে দিয়ে বাজিমাত করার পরিকল্পনা অজিদের।
মারফি ছাড়াও দলের বিশেষজ্ঞ স্পিনার হিসেবে আছেন অভিজ্ঞ নাথান লায়ন, বাঁহাতি স্পিনার অ্যাস্টন অ্যাগার ও লেগ স্পিনার মিচেল সুয়েপসন। এই দল থেকে বাদ পড়েছেন মার্কাস হ্যারিস। আর দলে থাকলেও, সিরিজের প্রথম টেস্টে খেলতে পারবেন না মিচেল স্টার্ক।
নাগপুরে আগামী ৯ ফেব্রুয়ারি শুরু হবে ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যকার টেস্ট সিরিজ। দিল্লিতে দ্বিতীয় টেস্ট শুরু হবে ১৭ ফেব্রুয়ারি, ধর্মশালায় তৃতীয় টেস্ট শুরু হবে ১ মার্চ আর চতুর্থ ও শেষ টেস্ট ৯ মার্চ শুরু হবে আহমেদাবাদে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা
Discussion about this post