নিজস্ব প্রতিবেদক:: বিসিবির বিভিন্ন কমিটির দায়িত্ব এবার বন্টন করা হলো। বোর্ড পরিচালক নাজমুল আবেদীন ফাহিমের চাওয়া ছিলো জাতীয় দল দেখভালের কমিটি ক্রিকেট অপারেশন্সের দায়িত্ব। সেটিই তিনি পেয়েছেন। সঙ্গে পেয়েছেন মহিলা বিভাগের দায়িত্বও। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালনা পর্ষদের সভায় এমন সিদ্ধান্ত হয়েছে।
শনিবার বিসিবির জরুরী বোর্ড মিটিং বসে। সেখানে বিপিএলের পারিশ্রমিক, ফিক্সিংসহ নানা বিষয়ে আলোচনা হয়েছে। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিলো বিসিটির স্ট্যান্ডিং কমিটি গুলো গঠন। বোর্ড সভায় কমিটিগুলো গঠন করা হয়েছে। আপাতত শুধু কমিটির প্রধানদের নাম ঘোষণা করা হয়েছে। পরবর্তীতে পুর্ণাঙ্গ কমিটি আসবে।
নতুন কমিটিতে নাজমুল আবেদিন ফাহিমকে ক্রিকেট অপারেশন্স কমিটির প্রধান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। ক্রিকেট অপারেশন্স কমিটিই জাতীয় দল পরিচালনা করে থাকে। বিসিবির মিডিয়া কমিটির দায়িত্ব দেওয়া হয়েছে ইফতেখার রহমান মিঠুকে। তিনি আম্পায়ার্স কমিটিরও প্রধান। ফাহিম সিনহা ফাইন্যান্স কমিটি ও লজিস্টিক্স কমিটির চেয়ারম্যান এবং সাইফুল আলম স্বপন ডিসিপ্লিনারি কমিটির চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন।
গ্রাউন্ডস কমিটি মাহবুব আনামের হাতেই থেকেছে। আরেক বোর্ড পরিচালক আকরাম খান ফ্যাসিলিটিজ কমিটির প্রধানের দায়িত্ব পেয়েছেন। টেন্ডার ও পারচেজ কমিটির প্রধান হিসেবে মাহবুব আনাম এবং অডিট কমিটির প্রধান হিসেবে সালাউদ্দিন নিয়োগ পেয়েছেন। কাজী ইনাম বাংলা টাইগার্সের দায়িত্বে পুনর্বহাল হয়েছেন।
বিসিটির স্টান্ডিং কমিটিগুলোর প্রধানের তালিকা;
ক্রিকেট অপারেশন্স- নাজমুল আবেদিন ফাহিম
ফাইন্যান্স কমিটি-ফাহিম সিনহা
ডিসিপ্লিনারি কমিটি-সাইফুল আলম স্বপন
গেম ডেভলপম্যান্ট কমিটি-ফাহিম সিনহা
টুর্নামেন্ট কমিটি- আকরাম খান
এইজ গ্রুপ টুর্নামেন্ট কমিটি-সাইফুল আলম স্বপন চৌধুরী
গ্রাউন্ডস কমিটি-মাহবুব আনাম
ফ্যাসিলিটি ম্যানেজম্যান্ট-আকরাম খান
আম্পায়ারস- ইফতেখার রহমান
মার্কেটিং-ফারুক আহমেদ
মেডিকেল- মনজুরুল আলম
টেন্ডার এন্ড পারচেস কমিটি- মাহবুব আনাম
মিডিয়া এন্ড কমিউনিকেশন-ইফতেখার রহমান
অডিট কমিটি- মোহাম্মদ সালাউদ্দিন
ওমেন্স-নাজমুল আবেদীন ফাহিম
লজিস্টিক এন্ড প্রটোকল-ফাহিম সিনহা
সিকিউরিটি কমিটি- খালি আছে।
সিসিডিএম-সালাউদ্দিন চৌধুরী
ফিজিক্যাল চ্যালেঞ্জড-আকরাম খান
এইচপি- মাহবুব আনাম
বাংলাদেশ টাইগার্স- কাজী এনাম
ওয়েলফেয়ার- মনজুর আলম।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/