চিকিৎসার জন্য কাতার যাচ্ছেন সাইফউদ্দিন

0
60

স্পোর্টস ডেস্কঃ বাংলাদেশ জাতীয় দল ও এর আশেপাশে থাকা ক্রিকেটারদের নিয়ে ক্যাম্প চলছে মিরপুরের হোম অব ক্রিকেটে। তবে সেখানে নেই মোহাম্মদ সাইফউদ্দিন। টাইগারদের এই পেস বোলিং অলরাউন্ডার পুরোপুরি ফিট নন। তবে কোনো ধরনের ইনজুরি সমস্যায় নেই।

কিন্তু পূর্ণ ফিট সমস্যার সমাধান করতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সাইফউদ্দিনকে বিদেশে পাঠাচ্ছে। অবস্থা পর্যেবক্ষণের জন্য কাতারে পাঠানো হচ্ছে এই তারকাকে। মূলত সেখানে সাইফউদ্দিনের চোটের পরিস্থিতি দেখা হবে। যদি উন্নত চিকিৎসার প্রয়োজন পড়ে সেটি করাবে বিসিবি।

মূলত বিসিবি বাড়তি সতর্কতার অংশ হিসেবে সাইফউদ্দিনকে বিদেশে পাঠাচ্ছে। কোনো ধরনের ঝুঁকি নিতে চায় না বোর্ড। ক্যারিয়ারের শুরু থেকেই সাইফউদ্দিনকে ইনজুরির সাথে লড়তে হচ্ছে।

সবশেষ ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) মাঠ মাতিয়েছিলেন সাইফউদ্দিন। আর সেখানে আবাহনী লিমিটেডের হয়ে ১২ ম্যাচ খেলেছেন। বল হাতে ১৯ উইকেট শিকার করার পাশাপাশি ব্যাট হাতে করেছেন ১১২ রান। আসরে শিরোপা পুনরোদ্ধার করে তার দল আবাহনী।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here