নিজস্ব প্রতিবেদকঃ সবাইকে অবাক করে দিয়ে আফগানিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডের পরদিনই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন তামিম ইকবাল। তবে নাটকীয়ভাবে পরদিনই অবসর সিদ্ধান্ত তুলে নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সাক্ষাৎ করে।
আপাতত দেড় মাসের বিশ্রামে আছেন তামিম। এই বিশ্রাম শেষ করে এশিয়া কাপ দিয়ে আবারও আন্তর্জাতিক ক্রিকেটে ফিরবেন তিনি। মাঝের এই সময়টাতে ফিটনেস ও চিকিৎসা নিয়ে কাজ করবেন তামিম। পিঠের পুরোনো চোটের চিকিৎসার জন্য ইংল্যান্ডে যাবেন ড্যাশিং ওপেনার। ইংল্যান্ড যাওয়ার আগে দুবাই যাওয়ার কথা তামিমের।
গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস। তিনি জানিয়েছেন দুবাই যাবেন ১৬ তারিখে। এরপর চলতি মাসের শেষ দিকে ২৫-২৬ তারিখে ইংল্যান্ড যাবেন তামিম।
জালাল ইউনুস বলেন, ‘তামিম দুবাই যাচ্ছে ১৬ তারিখে । ওখান থেকে ২৫-২৬ তারিখ ইংল্যান্ডে যাবে। লন্ডনে দুইটা মেডিকেল সেন্টারে তার সাথে এপয়নমেন্ট হয়েছে। সেখানে চিকিৎসক দেখাবে। ওখান থেকে কি হয়, না হয় সে আপডেট দিবে বলে জানিয়েছে।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/সা