স্পোর্টস ডেস্কঃ ফ্রেঞ্চ কাপ থেকে বিদায় নিয়েছে পিএসজি। ২০১১ সালের পর প্রথমবারের মত ঘরের মাঠ স্তাদে ভেলোড্রোমে পিএসজিকে পরাজিত করল মার্সেই। একইসাথে এই জয়ে কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেছে ইগর টুডোরের দল।
রুসলান মালিনোভস্কির দ্বিতীয়ার্ধের দুর্দান্ত গোলে চিরপ্রতিদ্বন্দ্বী মার্সেইর কাছে ২-১ গোলে হারতে হয় লিওনেল মেসি-নেইমারদের। ৩১ মিনিটে স্পট কিক থেকে মার্সেইকে এগিয়ে দেন এ্যালেক্সিস সানচেজ। বিরতির ঠিক আগে সার্জিও রামোস পিএসজিকে সমতায় ফেরান। কিন্তু ইউক্রেনিয়ান মিডফিল্ডার মালিনোভস্কি ৫৭ মিনিটে আবারো স্বাগতিকদের এগিয়ে দেন। আর শেষ পর্যন্ত এই গোলই জয় এনে দেয় মার্সেইকে।
টুর্নামেন্ট থেকে ছিটকে পড়া কিছুতেই মানতে পারছেন না মার্কিনিয়োস। চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে দলের পারফরম্যান্সে হতাশ ও বিরক্ত পিএসজি অধিনায়ক। ব্রাজিলিয়ান এই ডিফেন্ডার বলেন, ‘আমরা অনেক সুযোগ হাতছাড়া করেছি। এখন আমাদের মুখ বন্ধ রাখার সময়। আমরা জানি, যদি এই মৌসুমে ভালো কিছু করতে হয় তাহলে আমাদের অনেক উন্নতি করতে হবে। একটি শিরোপার দৌড় থেকে ছিটকে পড়েছি, এটা বেদনাদায়ক। আমরা বিরক্ত।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post