স্পোর্টস ডেস্কঃ লাতিন আমেরিকার অনূর্ধ্ব-১৭ ফুটবল চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছে ব্রাজিল। জমজমাট লড়াইয়ে চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনাকে ৩-২ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে দলটি। যদিও চ্যাম্পিয়ন হতে অন্য ম্যাচের দিকে তাকিয়ে থাকতে হয়েছিল।
নিজেদের ফাইনাল রাউন্ডের ম্যাচে রিকুয়েলমে ফিলিপ, এদুয়ার্দো অ্যানাস্তাসিওর গোলে ২-০’তে এগিয়ে যায় ব্রাজিল। তবে নাটকীয়ভাবে সমতায় ফিরে আর্জেন্টিনা। দলটির হয়ে গোল করেন ভ্যালেন্টিন গিমেনেজ ও ক্লদিও এচেভেরি। তবে ব্রাজিলের হয়ে জয়সূচক গোলটি করেন জুয়াও দা মাতা।
এই জয়ে ৫ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে উঠে ব্রাজিল। তবে নির্ধারণ হয়নি শিরোপা। অপেক্ষা করতে হয় ভেনেজুয়েলা ও ইকুয়েডরের ম্যাচের জন্য। সেই ম্যাচ ১-১ গোলে ড্র হওয়ায় চ্যাম্পিয়ন হয় ব্রাজিল। যদি ইকুয়েডর জিতে যেত, তাহলে দলটিই চ্যাম্পিয়ন হতো।
তবে শেষ পর্যন্ত ১৩ পয়েন্ট নিয়ে টুর্নামেন্টে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে ব্রাজিল। ১১ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে থেকে শেষ করেছে ইকুয়েডর। আর ৭ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে অবস্থান আর্জেন্টিনার। সমান ৭ পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে পিছিয়ে থেকে টেবিলের চার নম্বরে অবস্থান ভেনেজুয়েলার।
লিগে এই চার দল শীর্ষে থাকায় কনমেবল অর্থাৎ, লাতিন আমেরিকা অঞ্চল থেকে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে খেলবে। এবারের অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ চলতি বছরের ১০ নভেম্বর শুরু হয়ে ২ ডিসেম্বর পর্যন্ত চলবে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা
Discussion about this post