চীন ও নেপালে ভারতের কাছে বাংলাদেশের দুই দলের হার

    0
    854

    স্পোর্টস ডেস্কঃ এশিয়ান গেমসে আজ ভারতের বিপক্ষে মাঠে নামে বাংলাদেশ অলিম্পিক দল। অন্যদিকে সাফ অনূর্ধ্ব-১৯ প্রতিযোগিতায়ও একই দেশের বয়সভিত্তিক দলের বিপক্ষে খেলে লাল সবুজের প্রতিনিধিরা। তবে দুই মঞ্চেই হেরেছে বাংলাদেশ।

    চীনে এশিয়ান গেমস ফুটবলে শেষ মূহুর্তের গোলে হারতে হয় বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দলের। অন্যদিকে নেপালে সাফ চ্যাম্পিয়নশিপে ভারত ৩-০ গোলে হারায় বাংলাদেশ যুব দলকে। হাংঝুতে বৃহস্পতিবার ভারতের বিপক্ষে শেষ পর্যন্ত লড়াই করেও পয়েন্ট আদায় করতে পারে নি বেঙ্গল টাইগাররা।

     

    ৮২ মিনিট পর্যন্ত ভারতের আক্রমণ মোকাবেলা করেছে বাংলাদেশের রক্ষণভাগ। তবে ম্যাচের শেষদিকে এসে প্রশ্নবিদ্ধ এক সিদ্ধান্তে ভারতকে পেনাল্টি দিলেন রেফারি। সুনীল ছেত্রীর স্পটকিকে ভেস্তে যায় এশিয়াডে বাংলাদেশ ফুটবল দলের টিকে থাকার লড়াই। আসরে নিজেদের প্রথম ম্যাচে মায়ানমারের কাছে হেরেছিল তারা।

    এদিকে নেপালের কাঠমান্ডুতে সাফ চ্যাম্পিয়নশিপের গ্রুপ পর্বের প্রথম ম্যাচে বাংলাদেশ ৩-০ গোলে হেরেছে ভারতের কাছে। প্রথমার্ধের প্রথম মিনিট ও যোগ করা সময়ের শেষ মিনিটে দুই ভুলে হজম করতে হয়। এরপর দ্বিতীয়ার্ধে শেষ মিনিটে আরেকবার হতাশায় ডুবতে হয় ডিফেন্ডারদের ভুলেই।

    ভারতের হয়ে গোল করেন গোয়ামসার গোয়ারি, নাওবা মাইতি ও অর্জুন সিং। সেমিফাইনাল নিশ্চিত করতে শনিবার বাংলাদেশকে গ্রুপের শেষ ম্যাচে ভুটানকে হারানোর বিকল্প নেই।

    এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here