স্পোর্টস ডেস্কঃ নারীদের ফুটবল বিশ্বকাপে ইংল্যান্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে স্পেন। অস্ট্রেলিয়ার সিডনিতে হওয়া ফাইনালে ১-০ গোলে জিতেছে স্প্যানিশরা। এই প্রথম নিজেদের ফুটবল ইতিহাসে নারীদের বিশ্বকাপ জিতল স্পেন। ৭৬ হাজার দর্শকের সামনে ম্যাচের ফল নির্ধারণী একমাত্র গোলটি এসেছে স্পেন অধিনায়ক ওলগা কারমনার পা থেকে।
চ্যাম্পিয়ন হওয়ার পর স্পেন ফুটবল ফেডারেশনের প্রধান লুইস রুবিয়ালেস পুরস্কার বিতরণী মঞ্চে পদক নিতে আসা স্প্যানিশ মিডফিল্ডার জেনিফার হারমোসোকে ঠোটে চুমু দিয়ে ‘ভাইরাল’ হয়েছেন। এ সময় আনন্দে আপ্লুত হয়ে কয়েকজনকে কোলেও তুলে নেন লুইস। স্পেনের সংস্কৃতি অনুযায়ী যা অতি স্বাভাবিক দৃশ্য।
এদিকে স্পেনের ফুটবল প্রধানের চুমুকাণ্ড মুহূর্তে ভাইরাল সামাজিক যোগাযোগ মাধ্যমে। প্রকাশিত ভিডিওতে দেখা যায়, অন্যদের তুলনায় হারমোসোকে দীর্ঘ সময় আলিঙ্গন করেন রুবিয়ালেস। দুহাতে জড়িয়ে উঁচুতেও তুলে ধরেন। একে অপরের সঙ্গে কথাও বলেন। একপর্যায়ে হারমোসোকে জাপটে ধরে ঠোটে চুমু খান রুবিয়ালেস।
বিষয়টি যে স্প্যানিশ তারকা হারমোসোর মোটেও পছন্দ হয়নি সেটি ইনস্টাগ্রাম লাইভে এসে তিনি জানিয়েছেন। ক্ষোভ প্রকাশ করে স্প্যানিশ মিডফিল্ডার বলেছেন, ‘আমার এটা বিন্দুমাত্র পছন্দ হয়নি।’ যদিও তিনি পরে এক সাক্ষাৎকারে বলেন, ‘‘বন্ধুত্ব এবং কৃতজ্ঞতার একটি প্রকাশ নিয়ে মাত্রাতিরিক্ত বিশ্লেষণ করার প্রয়োজন নেই; আমরা একটি বিশ্বকাপ জিতেছি।’
এদিকে রুবিয়ালেস এই ঘটনা প্রসঙ্গে বলেন, ‘ঐ চুমু? সবখানেই ইডিয়ট আছে। যখন দুজন মানুষের কোনো গুরুত্ব ছাড়াই স্নেহপূর্ণ মুহূর্ত থাকে, তখন আমরা নির্বোধদের কথায় কান দিতে পারি না। আমরা চ্যাম্পিয়ন, আমি এটা নিয়েই আছি।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০