স্পোর্টস ডেস্ক:: নারী বিশ্বকাপ জয়ী দল স্পেনের ফুটবল ফেডারেশনের সভাপতি লুইস রুবিয়ালেস অবশেষে পদত্যাগ করলেন। বিশ্বকাপ জয়ের পর পুরস্কার বিতরণী মঞ্চে এক নারী ফুটবলারকে চুমু দেওয়ার খেসারত তাকে দিতে হলো পদ হারিয়ে।
শুধু স্প্যানিশ ফুটবল ফেডারেশনের সভাপতির পদই ছাড়েননি তিনি, সঙ্গে পদত্যাগ করেছেন উয়েফার কার্যনির্বাহী কমিটির সহ-সভাপতির পদ থেকে। চুমু কাণ্ডে আলোচিত রুবিয়ালেস পিয়ার্স মরগানকে দেওয়া এক সাক্ষাৎকারে তার পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছেন।
বিশ্বকাপজয়ী ফুটবলার হেনি হেরমোসো ইতিমধ্যে রুবিয়ালসের বিরুদ্ধে ফৌজদারী মামলাও করেছেন। নারী বিশ্বকাপের শিরোপা জিতে স্পেন। পুরস্কার বিতরণী মঞ্চে রুবিয়ালসে হেরমোসোকে চুমু দেন। এরপর থেকেই আলোচনা শুরু হয়।
বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা শাস্তি দেয়, স্প্যানিশ সরকারও তার পাশে দাঁড়ায়নি। দাবি উঠে তার পদত্যাগের। কিন্তুু নিজের পদ থেকে সরবেন না তিনি জানিয়ে ছিলেন। এরপর স্পেনের কোচ, ফুটবলাররা তার পদত্যাগের দাবিতে গণহারে পদত্যাগ করলেও তিনি ছিলেন অনড়।
অবশেষে সেই ‘অনড়’ অবস্থান থেকে সরতে হলো রুবিয়ালসেকে। পদত্যাগের বিষয়টি নিশ্চিত করে তিনি বলেন, ‘আমি আমার কাজ চালিয়ে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। ‘আমার নিজের সত্যের ওপর আস্থা আছে এবং জেতার জন্য আমি নিজের শক্তি অনুযায়ী সবকিছু করব। আমার মেয়ে, পরিবার এবং যারা আমাকে ভালোবাসে, তারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।’
পদত্যাগের কারণ হিসেবে তিনি বলেন ‘আমার বাবা এবং মেয়েদের সঙ্গে আমি কথা বলেছি। তারা জানে, বিষয়টা আমাকে নিয়ে নয়। আর কিছু বন্ধুও বলেছে, “লুইস তোমার নিজের মর্যাদার ওপর মনোযোগ দেওয়া দরকার এবং নিজের জীবন চালিয়ে নেওয়া দরকার। যদি তা না হয় তবে তুমি ভালোবাসার মানুষদের এবং যে খেলাটিকে ভালোবাসো তার ক্ষতি করবে। ” বিষয়টা তাই শুধু আমাকে নিয়ে নয়।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post