নিজস্ব প্রতিবেদকঃ সিশেলসের বিপক্ষে ম্যাচের আগের দিন সকালে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে বাংলাদেশ অধিনায়ক জামাল ভূঁইয়া প্রশংসায় ভাসিয়েছিলেন এলিটা কিংসলেকে। তখন একটা আভাস মিলছিল। তবে পরবর্তীতে কোচ হ্যাভিয়ের কাবরেরা আবার একটু দুয়াশা তৈরি করেন।
এমন দোলাচল নিয়েই বিকেলে অনুশীলন করে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। এই অনুশীলন শেষেই চূড়ান্ত হয়ে যাওয়ার কথা সিশেলসের বিপক্ষে ২৩ সদস্যের মূল দল। হয়েছেও তাই। তবে তখনও জানা যায়নি, কারা আছেন কারা নেই। অনুশীলনের পর গণমাধ্যমকে এলিটা কিংসলে জানিয়েছিলেন, তিনি জানেন না মূল দলে আছেন কিনা।
অবশেষে একেবারে শেষ মূহুর্তে এসে ম্যাচের আগের দিন রাতে আনুষ্ঠানিকভাবে ২৩ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। আর সেই দলে জায়গা পেয়েছেন এলিটা কিংসলে। নাইজেরিয়ার নাগরিকত্ব ত্যাগ করে বাংলাদেশের নাগরিকত্ব গ্রহণ করা এই ফুটবলারকে রেখেছেন কাবরেরা। এখন কেবল আনুষ্ঠানিক অভিষেকের অপেক্ষা।
এর আগে ২৭ সদস্যের দল ছিল। সেখান বাদ পড়েছেন চার ফুটবলার। বাদ পড়া ফুটবলাররা হলেন গোলরক্ষক শহিদুল আলম সোহেল ও শ্রাবণ, মিডফিল্ডার মোহাম্মদ ইব্রাহিম ও শাহরিয়ার ইমন। দুই গোলরক্ষক নিয়েই সিশেলসের বিপক্ষে খেলবে বাংলাদেশ। তারা হলেন আনিসুর রহমান জিকো ও মিতুল মারমা।
ফিফা টায়ার-১’র আন্তর্জাতিক ফুটবল সিরিজের প্রথম ম্যাচে ২৫ মার্চ, শনিবার মুখোমুখি হবে বাংলাদেশ ও সিশেলস। সিলেট জেলা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বিকাল ৩.৪৫টায়। এর ২৪ ঘন্টারও কম সময়ের আগে দেওয়া হয়েছে চূড়ান্ত দল।
সিশেলসের বিপক্ষে ২৩ সদস্যের বাংলাদেশ জাতীয় ফুটবল দল
আনিসুর রহমান জিকো, মিতুল মারমা, তারেক রায়হান কাজী, সাদ উদ্দিন, রিমন হোসেন, বিশ্বনাথ ঘোষ, টুটুল হোসেন বাদশা, তপু বর্মণ, মাশুক মিয়া জনি, সোহেল রানা, রাকিব হোসেন, সুমন রেজা, মতিন মিয়া, আলমগীর মোল্লা, রহমত মিয়া, সোহেল রানা, ফয়সাল আহমেদ ফাহিম, এলিটা কিংসলে, জামাল ভূঁইয়া, হেমন্ত ভিনসেন্ট বিশ্বাস, মজিবুর রহমান জনি, আমিনুর রহমান সজিব ও রবিউল হাসান।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/সা
Discussion about this post