স্পোর্টস ডেস্কঃ আরেকটি এল ক্লাসিকো দেখার অপেক্ষায় দর্শকরা। লা লিগায় আগামী ১৯ মার্চ মুখোমুখি হবে বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ। ক্যাম্প ন্যুয়ে বাংলাদেশ সময় রাত ২টায় শুরু হবে চিরপ্রতিদ্বন্দ্বীদের দ্বৈরথ। লিগে চলতি মৌসুমে দুর্দান্ত সময় কাটছে বার্সেলোনার।
সবশেষ রাউন্ডে কাদিজকে ২-০ গোলে হারিয়েছে বার্সা। এই নিয়ে লা লিগায় টানা সপ্তম ম্যাচ জিতল জাভি হার্নান্দেজের দল। সবশেষে ১৩ ম্যাচ ধরে রইল অপরাজিত। এতে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের সঙ্গে আরো ব্যবধান বাড়াল কাতালানরা। লিগ টেবিলে মাদ্রিদের থেকে ৮ পয়েন্ট এগিয়ে বার্সার সংগ্রহে এখন আছে ৫৯ পয়েন্ট।
লিগে বার্সেলোনা বেশ এগিয়ে থাকলেও ক্লাসিকোর ফলাফলে চিত্র বদলে যেতেও পারে। আবার ওই লড়াইয়ে জিতে লিড বাড়িয়ে শিরোপার আরও কাছে যাওয়ারও সুযোগ থাকবে জাভির দলের সামনে। চলতি মৌসুমে এখন পর্যন্ত দুইবার মুখোমুখি হয়েছে বার্সা-রিয়াল।
এই মৌসুমের এল ক্লাসিকোর প্রথম দেখায় লা লিগার ম্যাচে সান্তিয়াগো বার্ন্যাবুতে ৩-১ গোলে জিতেছিল রিয়াল। কার্লো আনচেলত্তির দলকে এরপর গত জানুয়ারিতে স্প্যানিশ সুপার কাপের ফাইনালে হারিয়ে চ্যাম্পিয়ন হয় বার্সেলোনা।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০