স্পোর্টস ডেস্কঃ আগামী বছরের শুরু থেকে নতুন ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট শুরু করতে যাচ্ছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা (সিএসএ)। আর সেই লক্ষ্যেই কাজ করে যাচ্ছে সিএসএ। জানুয়ারির প্রথম সপ্তাহে আয়োজিত হতে যাওয়া সেই টুর্নামেন্টের নাম এখনও চূড়ান্ত হয়নি। তবে চূড়ান্ত হয়ে গেছে দলগুলোর মালিকানা। আনুষ্ঠানিকভাবে নাম ঘোষণা করা হয়েছে মালিকদের।
গুঞ্জনকে সত্যি করে টুর্নামেন্টের সবগুলো দলই কিনে নিয়েছে আইপিএলের ফ্র্যাঞ্চাইজিগুলো। আর সেই ফ্র্যাঞ্চাইজিগুলো শহরও চূড়ান্ত করা হয়ে গেছে। মুম্বাই ইন্ডিয়ান্সের মালিক প্রতিষ্ঠান রিলায়েন্স কিনে নিয়েছে কেপ টাউনের ফ্র্যাঞ্চাইজি। চেন্নাই সুপার কিংসের মালিক কিনেছে জোহানেসবার্গের ফ্র্যাঞ্চাইজি।
এছাড়া দিল্লি ক্যাপিটালসের মালিকাধীন প্রতিষ্ঠান জেএসডব্লিউ স্পোর্টস কিনে নিয়েছে প্রিটোরিয়ার মালিকানা, লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের মালিক প্রতিষ্ঠান আরপিএসজি কিনেছে ডারবানের ফ্র্যাঞ্চাইজি, সানরাইজার্স হায়দ্রাবাদের মালিক প্রতিষ্ঠান সান টিভি কিনেছে পোর্ট এলিজাবেথ ও রাজস্থান রয়্যালসের মালিক প্রতিষ্ঠান রয়্যালস স্পোর্টস গ্রুপ কিনেছে পার্লের মালিকানা।
তবে গুঞ্জন থাকলেও, দলগুলোর মালিকানায় নাম নেই শাহরুখ খানের নাইট রাইডার্স গ্রুপ। যারা কিনা আইপিএলে কলকাতা নাইট রাইডার্স, সিপিএলে ত্রিনবাগো নাইট রাইডার্সসহ যুক্তরাষ্ট্র ও আরব আমিরাতের লিগেও দল কিনেছে। কিন্তু দেখা যাবে না আগামী বছরের জানুয়ারিতে হতে যাওয়া দক্ষিণ আফ্রিকার ফ্র্যাঞ্চাইজি লিগে।
ভারতীয় প্রতিষ্ঠানগুলো মোটা অঙ্কের অর্থ দিয়ে দল কিনছে এই ফ্র্যাঞ্চাইজিগুলো। সব মিলিয়ে ২৯টি প্রতিষ্ঠান ফ্র্যাঞ্চাইজি কেনার আবেদন করেছিল। এর মধ্যে সর্বোচ্চ বিডকারীরাই দল পেয়েছে। প্রোটিয়াদের নতুন এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের প্রধান করা হয়েছে দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক গ্রায়েম স্মিথকে। যিনি কিনা সিএসএর ক্রিকেট ডিরেক্টরও ছিল। পুরো টুর্নামেন্টের প্রধান হিসেবে কাজ করবেন স্মিথ।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা