স্পোর্টস ডেস্কঃ পর্দা নামছে আইপিএলের এবারের আসরে। গত ৩১ মার্চ শুরু হওয়া ষোড়শ আসরের প্রথম ম্যাচে মাঠে নেমেছিল চেন্নাই সুপার কিংস ও গুজরাট টাইটান্স। রোববারের ফাইনালেও দেখা হচ্ছে দু’দলের। বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ফাইনাল অনুষ্ঠিত হবে।
আইপিএলের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ শিরোপা জেতা দল চেন্নাই। ২০১০, ২০১১, ২০১৮ ও ২০২১ সালে শিরোপা জিতেছে তারা। এছাড়া ফাইনালে হেরেছে পাঁচবার! এবার দশম ফাইনাল খেলতে নামছে মাহেন্দ্র সিং ধোনির দল। এদিকে গত আসরে প্রথমবারের মতো অংশ নেয় গুজরাট।
প্রথমবার অংশ নিয়েই রাজস্থান রয়েলসকে ৭ উইকেটে হারিয়ে শিরোপা জিতে নেয় হার্দিক পান্ডিয়ার গুজরাট। এবার তাদের সামনে টানা দ্বিতীয় শিরোপা জয়ের হাতছানি। অবশ্য এবারের আসরে প্রথম কোয়ালিফায়ারে চেন্নাইয়ের কাছে হার দেখেছিল পান্ডিয়ারা।
চেন্নাইয়ের এম চিদাম্বরম স্টেডিয়ামে স্বাগতিকরা করেছিল ৭ উইকেট হারিয়ে ১৭২ রান। জবাবে ১৫৭ রানে অলআউট হয়ে যায় গুজরাট। ১৫ রানের জয়ে ফাইনাল নিশ্চিত করে মহেন্দ্র সিং ধোনির দল। যদিও আসরের প্রথম ম্যাচে অর্থাৎ গত ৩১ মার্চ গুজরাট হারিয়েছিল চেন্নাইকে।
চেন্নাই-গুজরাট এখন পর্যন্ত আইপিএলে মোট চারবার মুখোমুখি হয়েছে। এই চারটি ম্যাচের মধ্যে তিনটি জিতে পান্ডিয়ার দল আধিপত্য বজায় রেখেছে। অন্যদিকে, ধোনির দল এই বছরের প্রথম কোয়ালিফায়ারে গুজরাটের বিপক্ষে তাদের একমাত্র জয়ের দেখা পেয়েছে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post