স্পোর্টস ডেস্কঃ আজ থেকে শুরু হচ্ছে ভারত-বাংলাদেশ টেস্ট সিরিজ। চেন্নাইয়ে বৃহস্পতিবার বাংলাদেশ সময় সকাল ১০টায় শুরু হবে ম্যাচ। এর আগে হয়েছে ম্যাচের টসপর্ব। যেখানে টস জেতেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে টস জিতে তিনি আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন।
পাকিস্তান সফরে সর্বশেষ টেস্টের মতো এই ম্যাচেও তিন পেসার ও দুজন স্পিন অলরাউন্ডার খেলাবে বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট। তিন পেসার তাসকিন আহমেদ, হাসান মাহমুদ ও নাহিদ রানার সঙ্গে দুই পেস অলরাউন্ডার সাকিব আল হাসান ও মেহেদি হাসান মিরাজকে নিয়ে সাজানো হয়েছে দল। এদিকে ভারতের অধিনায়ক রোহিত শর্মা জানিয়েছেন, তিন পেসার ও দুজন স্পিনার খেলাবেন তাঁরা। জাসপ্রিত বুমরাহ, মোহাম্মদ সিরাজ ও আকাশ দিপের সঙ্গে নেওয়া হয়েছে দুই স্পিনার রবীন্দ্র জাদেজা ও রবিচন্দ্রন অশ্বিনকে।
বাংলাদেশ একাদশ: সাদমান ইসলাম, জাকির হাসান, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মুমিনুল হক, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন দাস (উইকেটকিপার), মেহেদি হাসান মিরাজ, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ ও নাহিদ রানা।
ভারত একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, শুভমান গিল, বিরাট কোহলি, কেএল রাহুল, ঋষভ পান্ত (উইকেটকিপার), রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, জাসপ্রিত বুমরাহ, আকাশ দীপ ও মোহাম্মদ সিরাজ।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০