স্পোর্টস ডেস্কঃ ভারতের বিপক্ষে প্রথম টেস্টে বড় ব্যবধানে হারল বাংলাদেশ। শনিবার চেন্নাইয়ে ২৮০ রানে হেরেছে নাজমুল হোসেন শান্তর দল। দলের হয়ে সর্বোচ্চ ৮২ রান করেছেন অধিনায়ক শান্ত। ১২৭ বলে মেরেছেন ৮টি চার ও ৩টি ছয়। ভারতের পক্ষে দ্বিতীয় ইনিংসে সর্বোচ্চ ৬ উইকেট নিয়েছেন রবিচন্দ্রন অশ্বিন। রবীন্দ্র জাদেজা নিয়েছেন ৩ উইকেট, জাসপ্রিত বুমরাহ একটি।
প্রথম ইনিংসে ৩৭৬ রান করে ভারত। বাংলাদেশ অলআউট হয় মাত্র ১৪৯ রানে। ৪ উইকেটে ২৮৭ রান করে দ্বিতীয় ইনিংস ঘোষণা করে ভারত। তাতে বাংলাদেশের জয়ের জন্য লক্ষ্য দাঁড়ায় ৫১৫ রানের। পাহাড়সম এই রান করতে নেমে দুই সেশনও ভালো করে খেলতে পারেনি বাংলাদেশ। চতুর্থ দিন সকালে ২৩৪ রানেই অলআউট হয়ে যায় সফরকারীরা। ফলে ২৮০ রানের বড় ব্যবধানে জয় পায় ভারত।
দিনের শুরুতে দেখেশুনেই খেলছিলেন দুই অপরাজিত ব্যাটার সাকিব ও শান্ত। রবীন্দ্র জাদেজার বলে ক্রিজের বাইরে এসে মারতে গিয়ে মিস করেন সাকিব। কিন্তু ভারতের উইকেটকিপার পান্ত বল গ্লাভসে নিতে পারেননি। অনেক বাইরে চলে আসা সাকিব সময় পেয়ে পৌঁছে যান ক্রিজে। অবশ্য ভাগ্যকে পাশে পেয়ে কাজে লাগানো হয়নি সাকিবের। চতুর্থ দিনে প্রথমবারের মতো আক্রমণে এসে উইকেট পেয়ে যান অশ্বিন। পানি পানের বিরতির পর চতুর্থ বলে সাকিব আল হাসানকে ফিরিয়েছেন এই স্পিন উইজার্ড। অশ্বিনের বলটি সোজা ব্যাটে ঠেকিয়েছিলেন সাকিব। কিন্তু ব্যাটের ওপরের অংশে লেগে প্যাড ছুঁয়ে চলে যায় জয়সওয়ালের হাতে।
এরপর বাংলাদেশের ইনিংসে আঘাত হানলেন জাদেজা। তিনি ফিরিয়েছেন লিটন দাসকে। টাইগার উইকেটকিপার ব্যাটার সামনে এসে খেলতে গিয়ে বল ঠিকভাবে ব্যাটে পাননি। বল ব্যাটে হালকা ছোঁয়া দিয়ে চলে যায় স্লিপে রোহিত শর্মার হাতে। এরপর অনেকটা আত্মাহুতি দিয়েছেন মিরাজ ও শান্ত। অশ্বিনকে উড়িয়ে খেলতে চেয়ে উইকেট হারান মিরাজ। ৮২ রান করার পর জাদেজাকেও একইভাবে উড়িয়ে মারতে গিয়ে আউট অধিনায়ক শান্ত। আগের দুজনের পথ ধরেছেন তাসকিন আহমেদও। বাইরের দিকে বেরিয়ে যাওয়া বলটা ব্যাটে-বলে ঠিকভাবে হয়নি। মোহাম্মদ সিরাজ নিলেন ক্যাচ। আর শেষ উইকেট নিলেন জাদেজা। ৪ উইকেটে ১৯৪ থেকে ২৩৪ রানে অলআউট হয়ে যায় বাংলাদেশ।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০