স্পোর্টস ডেস্কঃ বিশ্বকাপে নিজেদের তৃতীয় ম্যাচে আজ মাঠে নামছে বাংলাদেশ। চেন্নাইয়ে শুক্রবার দুপুর আড়াইটায় নিউজিল্যান্ডের মুখোমুখি হবে সাকিব আল হাসানের দল। চেন্নাইয়ের পিচ বাড়তি সুবিধা দেয় স্পিনারদের। নিউজিল্যান্ড অধিনায়ক উইলিয়ামসন তো ম্যাচের আগে সংবাদ সম্মেলনে বলেই দিয়েছেন, চেন্নাইতে বাংলাদেশের স্পিনের বিপক্ষেই বড় চ্যালেঞ্জের মুখোমুখি হতে হতে তাঁর দলকে।
এদিকে বাংলাদেশ দল নিউজিল্যান্ড ম্যাচ চেন্নাইয়ে নয়, মিরপুরে খেলছে ভাবতে পারে; এমনটাই বলছেন সাবেক ভারতীয় কোচ অনিল কুম্বলে। মূলত কন্ডিশন বিবেচনায় এমনটি বলছেন সাবেক এই ক্রিকেটার। ইএসপিএনক্রিকইনফো’র সাথে সাক্ষাৎকারে কুম্বলে বলেন, ‘কন্ডিশনের কারণে বাংলাদেশ ভাবতে পারে যে তারা ঢাকায় খেলছে।’
চেন্নাইয়ে নিউজিল্যান্ডের সম্ভাবনা প্রসঙ্গে কুম্বলে আরও বলেন, ‘উইকেট যদি ভারত-অস্ট্রেলিয়া ম্যাচের মতো হয়, তবে উইলিয়ামসন ফিরলে নিউজিল্যান্ড আরও বেশি শক্তিশালী হবে। কারণ, ম্যাচ যেমনই হোক, নিউজিল্যান্ডকে অতিরিক্ত রান, মিস ফিল্ডিং, ক্যাচ ছাড়তে দেখবেন না। এ বিশ্বকাপে সবচেয়ে ওপরে থাকা দুটি দল হচ্ছে নিউজিল্যান্ড ও ভারত।’
বাংলাদেশ প্রসঙ্গে কুম্বলে বলেন, ‘বাংলাদেশের জন্য কঠিন হবে। কারণ, দলটি সামগ্রিকভাবে ভালো খেলছে না। যদিও আফগানিস্তানের সঙ্গে অনেক বড় ব্যবধানে জিতেছে। কিন্তু ইংল্যান্ডের বিপক্ষে তাদের ব্যাটিং ভালো হয়নি। তাদের বিপক্ষে বাঁ হাতি পেসার ৪ উইকেট নিয়েছিল। আর আজ বিশ্বের সেরা বাঁ হাতি পেসার ট্রেন্ট বোল্টের বিপক্ষে খেলতে হবে তাদের।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০