স্পোর্টস ডেস্ক:: স্বাগতিক ভারতের বিপক্ষে টেস্ট ও টি-২০ সিরিজ খেলতে চেন্নাইয়ে পৌঁছেছে বাংলাদেশ। প্রথম টেস্টের ভেন্যু চেন্নাই। রোববার বিকেলে চেন্নাইয়ে টিম হোটেলে পৌঁছায় বাংলাদেশ দল। হোটেল কর্তৃপক্ষ স্থানীয় ঐতিহ্য মেনে স্বাগত জানিয়েছে বাংলাদেশ দলকে।
এর আগে দুপুরে ঢাকাত্যাগ করে বাংলাদেশ। দুপুর ১টা ৫ মিনিটের একটি ফ্লাইটে হযরত শাহাজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেছেন ১৫ ক্রিকেটার। সাকিব ইংল্যান্ড থেকে সরাসরি ভারত যাবেন।
দলের সঙ্গে প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহেও ভারত গেছেন। গত রাতেই তিনি ঢাকায় পৌঁছান। বাংলাদেশ দল পাকিস্তানকে সিরিজ হারানোর দারুণ আত্মবিশ্বাস নিয়ে ভারতে গেছে। স্বাগতিকদের বিপক্ষে ভালো করতে চায় টাইগাররা।
তবে প্রতিপক্ষ ভারতও টেস্টে দারুণ ফর্মে আছেন। শেষ ১৩ টেস্টের একটিতেও হারেনি দলটি। ১১ জয়ের সঙ্গে আছে দু’টি ড্র। দুই দলের লড়াই এখন দেখার অপেক্ষায় সমর্থকেরা। ১৯ সেপ্টেম্বর শুরু হবে প্রথম টেস্ট।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০