স্পোর্টস ডেস্কঃ ২০২৪ আইপিএল শুরু হলো আজ। চেন্নাই সুপার কিংস ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর মধ্যকার ম্যাচ দিয়ে মাঠে গড়াল এবারের আসর। চেন্নাইয়ের জার্সিতে আসরের উদ্বোধনী ম্যাচ খেলতে নেমেছেন বাংলাদেশের মুস্তাফিজুর রহমান।
বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৮টায় এম চিদাম্বরম ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে আসরের উদ্বোধনী ম্যাচ। এবারের আসরে বাংলাদেশের একমাত্র ক্রিকেটার হিসেবে আইপিএল খেলতে গেছেন পেসার মুস্তাফিজ। তাকে দুই কোটি রুপিতে দলে ভিড়িয়েছে চেন্নাই।
এখন পর্যন্ত মোট ৫ বার আইপিএলের শিরোপা জিতেছে চেন্নাই। বিশ্বের বহুল আলোচিত এই ফ্র্যাঞ্চাইজিটির বর্তমান চ্যাম্পিয়নও তারা। ২০২৩ আসর ছাড়াও ২০১০, ২০১১, ২০১৮ ও ২০২১ সালের শিরোপা জয় করেছিল চেন্নাই। এদিকে এখন পর্যন্ত মোট ৩ বার ফাইনাল খেলে একবারও জিততে পারেনি শিরোপা ব্যাঙ্গালুরু।
সর্বশেষ ২০১৬ সালের আসরে ফাইনাল খেলেছিল ব্যাঙ্গালুরু। ওই ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে ৮ রানে হেরে শিরোপা খুইয়েছিল বিরাট কোহলির দল। এদিকে আজকের উদ্বোধনী ম্যাচে টস জিতেছেন ব্যাঙ্গালুরু অধিনায়ক ফাফ ডু প্লেসিস। টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। অর্থাৎ আগে ফিল্ডিং করবে স্বাগতিক চেন্নাই।
চেন্নাই একাদশ- রুতুরাজ গায়কোয়াড় (অধিনায়ক), রাচিন রাবিন্দ্র, আজিঙ্কা রাহানে, ড্যারেল মিচেল, রবীন্দ্র জাদেজা, সামির রিজভি, মহেন্দ্র সিং ধোনি, দীপক চাহার, মাহিশ থিকসানা, তুষার দেশপান্ডে ও মুস্তাফিজুর রহমান।
ব্যাঙ্গালুরু একাদশ- ফাফ ডু প্লেসিস (অধিনায়ক), বিরাট কোহলি, রজত পাতিদার, গ্লেন ম্যাক্সওর্য়েল, ক্যামেরন গ্রিন, দিনেশ কার্তিক, অনুজ রাওয়াত, কর্ন শর্মা, আলজেরি জোসেফ, মায়াঙ্ক ডাগারও মোহাম্মদ সিরাজ।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post