স্পোর্টস ডেস্ক:: উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শেষ চার নিশ্চিত করলো রিয়াল মাদ্রিদ। চেলসিকে কোয়ার্টারফাইনালের দ্বিতীয় লেগে ২-০ গোলে হারিয়েছে মাদ্রিদরা। রদ্রিগোর জোড়া ইউরোপের সফল ক্লাবটি আরো একবার চ্যাম্পিয়ন্স লিগের শেষ চারে।
চ্যাম্পিয়ন্স লিগে টিকে থাকতে হলে নিজেদের মাঠে রিয়ালকে হারানোর কোনো বিকল্প ছিলো না চেলসির। শুরু থেকেই তাই আক্রমণাত্মক দলটি। কিন্তুু রিয়াল মাদ্রিদ পরিকল্পনা করেই মাঠে নামে, চেলসির শত চেষ্টা তাই বৃথা যায়। দ্বিতীয়ার্ধে রদ্রিগো একাই হারিয়ে দেন চেলসিকে।
শেষ আটের দুই মিলিয়ে ৪-০ গোলের অগ্রগামিতায় চেলসিকে বিদায় করে সেমিফাইনালে উঠলো কার্লো আনচেলত্তির দল। স্ট্যামফোর্ড ব্রিজে চেলসি টিকে থাকার জন্য বেশ লড়াই করে। প্রথমার্ধ পর্যন্ত রিয়াল মাদ্রিদকে আটকে রাখে দলটি। গোল শুন্য সমতায় ম্যাচ রেখে বিরতিতে যায় দুই দল।
দ্বিতীয়ার্ধে চেলসি একের পর এক আক্রমণ করে। তবে রিয়ালের রক্ষণে চিড় ধরাতে পারেনি তারা। ম্যাচের ৫৮তম মিনিটে রদ্রিগোর গোলে লিড নেয় রিয়াল। গোল হজমের পর চেলসি আর ঘুরে দাঁড়াতে পারেনি। উল্টো ম্যাচের ৮০তম মিনিটে রদ্রিগো নিজের জোড়া গোলে চেলসির কফিনে শেষ পেরেক ঠুকে দেন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০