চেলসিকে হ্যাটট্রিক হার দেখালেন ল্যাম্পার্ড

0
53

স্পোর্টস ডেস্কঃ কোচ বদলিয়েও হারের বৃত্ত থেকে বের হতে পারছেনা চেলসি। শনিবার প্রিমিয়ার লিগে ব্রাইটন হোভ অ্যান্ড অ্যালবিয়নের বিপক্ষে ২-১ গোলে হেরেছে ব্লুজরা। চলতি মাসের শুরুর দিকে টানা ব্যর্থতার কারণে চেলসি বরখাস্ত করে কোচ গ্রাহাম পটারকে। তাঁর জায়গায় দলের দায়িত্ব দেয় অন্তর্বর্তীকালীন কোচ ফ্রাঙ্ক ল্যাম্পার্ডকে।

চেলসি থেকে বরখাস্ত হওয়ার দুই বছর পর ফের স্ট্যামফোর্ড ব্রিজে ফিরেছিলেন ল্যাম্পার্ড। কিন্তু ৪৪ বছর বয়সী এই সাবেক মিডফিল্ডারের শুরুটাও হলো ‘ভয়ঙ্কর’ বাজে! উলভারহ্যাম্পটন ওয়ান্ডার্সের বিপক্ষে লিগে হারের পর রিয়াল মাদ্রিদের কাছে ইউরোপ সেরার মঞ্চেও বড় হার দেখেছে ল্যাম্পার্ডের দল। এবার ব্রাইটনের বিপক্ষে এগিয়ে থেকেও হারতে হলো সাবেক চ্যাম্পিয়নদের।

চেলসি ঘরের মাঠে গোল পেয়ে যায় ১৩ মিনিটেই। মিখাইলো মুদরিকের সহায়তায় গোলটি করেন ইংলিশ মিডফিল্ডার কনর গ্যালাঘার। ড্যানি ওয়েলবেক ৪২ মিনিটে ব্রাইটনকে সমতা এনে দেন। এরপর চেলসির মাঠে আতিথ্য নিতে আসা ব্রাইটন ম্যাচ নিজেদের করে নেয় ৬৯ মিনিটে। ৩০ গজের বেশি দূর থেকে জোরালো শটে বল জালে জড়ান প্যারাগুইয়ান ফরোয়ার্ড এনকিসো। এ গোলটি আর শেষ পর্যন্ত শোধ করতে পারেনি চেলসি।

৩১ ম্যাচে ৩৯ পয়েন্ট নিয়ে চেলসি এখন লিগ তালিকার ১১ নম্বরে। ২৯ ম্যাচে ৪৯ পয়েন্ট নিয়ে ৭ নম্বরে ব্রাইটন। ৩১ ম্যাচে ৫৩ পয়েন্ট নিয়ে টটেনহাম আছে পাঁচ নম্বরে। শীর্ষে আসে আর্সেনাল। দুইয়ে ম্যানচেস্টার সিটি।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here